• চিংড়িঘাটায় মেট্রোর জট কাটাতে সব পক্ষকে বসতে হবে বৈঠকে, বার্তা হাইকোর্টের
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৫
  • চিংড়িঘাটার মোড়ে মেট্রোর জট কাটাতে নিয়ে আগামী বুধবার মেট্রো ভবনে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বৈঠক করতে হবে। আলোচনায় বসার কথা বলল কলকাতা হাইকোর্ট।

    সূত্রের খবর, ওই বৈঠক হবে বিকেল ৫টায়। রাজ্য, মেট্রো ও মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে উপস্থিত থাকতে হবে সেখানে। বৈঠকে থাকবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও। জনগণের স্বার্থের কথা ভেবে সমস্যা সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

    কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এ দিন এই মামলার শুনানি ছিল। এ দিন রাজ্য, মেট্রো, RVNL (মেট্রো প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা) তাদের প্রতিনিধিদের নাম জমা দিয়েছে আদালতে। মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর। সেই দিন বৈঠকের রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

    হাইকোর্টে একটি জনস্বার্থ মামলায় অভিযোগ তোলা হয়, চিংড়িঘাটায় যাতে মেট্রো রেলের ওই কাজ হতে পারে, তার জন্য রাজ্য নভেম্বর মাসে ইএম বাইপাসে ট্র্যাফিক ব্লকের আশ্বাস দিলেও তা হয়নি। উল্টে রাজ্য এখন নতুন নতুন শর্ত চাপাচ্ছে।

    আগের শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন, সাবওয়ে তৈরি না করে ওই রাস্তা বন্ধ করে মেট্রোর কাজ করা হলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। হাইকোর্টের পাল্টা যুক্তি, কোভিড যদি ফেরত না আসে, তা হলে রাস্তায় গাড়ির চাপ কোনও দিনই কমবে না, তারই মধ্যে ওই কাজ করতে হবে। রাজ্যকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরামর্শ দেন, ‘জট খোলার মন নিয়ে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে।’

  • Link to this news (এই সময়)