ক্রমেই বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। যে কারণে ভোরে ও রাতে শীতের শিরশিরানি উপভোগ করছে রাজ্যবাসী। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষের পথে। বঙ্গে জাঁকিয়ে শীতের দেখা নেই এখনও পর্যন্ত। কবে পড়বে জাঁকিয়ে শীত? কী বলছে হাওয়া অফিস? জানুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
গত বেশ কয়েক দিন ধরে কলকাতায় পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। হাড় কাঁপানো শীত রয়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া জানিয়েছে, আগামী সাতদিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে উত্তুরে হাওয়ার কারণে শীত ভালোই অনুভূত হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ইতিমধ্যে অনেকটাই পারদ পতন হয়েছে। দার্জিলিঙের পারদ নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিন এমনই আবহাওয়া থাকবে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও খানিকটা পারদ পতন হতে পারে।
বাংলায় জাঁকিয়ে শীত কবে?
হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও আপাতত পারদ বিশেষ নামবে না। আগামী কয়েক দিনে আবহাওয়া শুষ্ক থাকবে। কুয়াশার দাপট কমবে।