নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লরি দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া পঞ্চম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু। গত ৩ ডিসেম্বর থেকে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালেই তার চিকিৎসা হচ্ছিল। হাসপাতাল সূত্রে খবর, টানা ভেন্টিলেশনেই ছিল পড়ুয়াটি। দফায় দফায় একাধিকবার অপারেশনও করা হয়। এমনকী ছাত্রটির ডান পা-ও বাদ দিতে হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। আজ সকালে মৃত্যু হল তার। গত বুধবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বেঙ্গল কেমিক্যালের কাছে। প্রত্যক্ষদর্শীর জানান, ওইদিন সকালে বাবার বাইকের পিছনে বসে স্কুলে যাচ্ছিল সৃঞ্জয় দত্ত নামের ওই ছাত্রটি। ইএম বাইপাস-বেঙ্গল কেমিক্যাল হয়ে বিধাননগরের দিকে যাচ্ছিল বাইক। সেইসময় বেঙ্গল কেমিক্যালের কাছে আচমকাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক থেকে ছিটকে পড়ে যায় স্কুল পড়ুয়া। তার বাবা অল্প আহত হন। কিন্তু লরিটি ওই ছেলেটির পায়ের উপর দিয়ে চলে যায়। জানা যায়, সে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসীরা ধরে ফেলেন লরির চালককে। পরে ফুলবাগান থানার পুলিশ এসে চালককে আটক করে।