কলকাতার তাপমাত্রা ফের ১৪ ডিগ্রির ঘরে, হাড় কাঁপানো ঠান্ডা দার্জিলিংয়ে
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের তাপমাত্রা ফের কমল। আজ, শুক্রবার কলকাতার তাপমাত্রা নেমে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। চলতি মরশুমে দ্বিতীয়বার পারদ পতন হয়ে ১৫ ডিগ্রি নীচে নামল তাপমাত্রা। কিছু দিন আগে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সেটাই এখনও পর্যন্ত চলতি মরসুমে শহরের শীতলতম দিন। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রি। এদিন রাজ্যের শীতলতম জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে দার্জিলিং। সেখানে তাপমাত্রা কমে ৪.২ ডিগ্রিতে দাঁড়িয়েছে। তারপরেই রয়েছে কোচবিহার, ৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শীতলতম স্থান বীরভূমের শ্রীনিকেতন, ১১ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়ার জেরে শীতের আমেজে ভরপুর। যা আপাতত বজায় থাকবে। দিনের আকাশ পরিষ্কার থাকলেও ভোরে দিকে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো।