আরও কমল কলকাতার তাপমাত্রা, উত্তরের জেলাগুলিতে বাড়ছে কুয়াশার দাপট
প্রতিদিন | ১২ ডিসেম্বর ২০২৫
নিরুফা খাতুন: কলকাতা-সহ গোটা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। হু হু করে কমছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী সাতদিন বজায় থাকবে শীতের স্পেল। আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দাপট দেখাতে পারে কুয়াশা। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। শ্রীলঙ্কা উপকূলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ১৩ ডিসেম্বর ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এদিকে, কলকাতায় শুক্রবার ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়লেই পরিষ্কার আকাশ। কুয়াশার সম্ভাবনা বেশি বাঁকুড়া এবং পুরুলিয়ায়। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত হতে পারে।
স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও, দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। ভিনরাজ্যেও জাঁকিয়ে শীত। মহারাষ্ট্র, উত্তর কর্নাটক এবং তেলেঙ্গানাতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ছত্তিশগড়, পশ্চিম মধ্যপ্রদেশ এবং ওড়িশাতেও একই সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি রাজধানী দিল্লিতে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে বজায় থাকবে কুয়াশার দাপট। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।