রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধামন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে কলকাতার সম্মেলনের প্রস্তুতি বৈঠক করলেন বঙ্গ বিজেপির পুরনো নেতা-কর্মীরা। অনেকটা গোপনেই, মুরলীধর সেন লেনের পার্টি অফিসে বৃহস্পতিবার দুপুরে হল এই বৈঠক। যে বৈঠকে ছিলেন দলের পুরনো পরিচিত মুখ ও প্রাক্তন রাজ্য পদাধিকারী প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তেওয়ারি, রাজকমল পাঠকরা। এ ছাড়াও ছিলেন রবীন চট্টোপাধ্যায়, তাপস চট্টোপাধ্যায়ের মতো পুরনো নেতারাও। দিলীপ ঘোষের আমলে সক্রিয় এই নেতারা পরবর্তী ক্ষেত্রে সুকান্ত মজুমদারের জমানায় ব্রাত্য হয়ে গিয়েছিলেন।
বঙ্গ বিজেপির দায়িত্ব শমীক ভট্টাচার্য নেওয়ার পরেই ফের দলের পুরনোদের গুরুত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে। পুরনোদের গুরুদায়িত্বে ফিরিয়ে আনতে উদ্যোগী শমীকও। কিন্তু নতুন রাজ্য কমিটি এখনও ঘোষণা হয়নি। আগের ক্ষমতাসীন শিবিরের নেতারাই কমিটিতে রয়েছেন। দলের একাংশের বাধা সত্ত্বেও পুরনো মুখদের ফের সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করছেন শমীক।
ছাব্বিশের নির্বাচনের আগে দলের পুরনোদের আবার গুরুত্ব দিতে হবে, এটা দিল্লির নেতাদের বোঝাতে অনেকটাই সফল হয়েছেন বর্তমান রাজ্য সভাপতি। আর দিল্লির সবুজ সংকেতের পরই রাজ্য তো বটেই জেলার পুরনোদেরও সক্রিয় করে তোলার কাজ শুরু করে দিয়েছেন প্রতাপ, রাজু, রাজকমলরা।
এদিন মুরলীধর সেন লেনের পার্টি অফিসে বৈঠকে উপস্থিত এক পুরনো রাজ্য নেতা জানালেন, আগের যাঁরা রাজ্য পদাধিকারী ছিলেন এবং জেলার পদাধিকারী ছিলেন, তাঁদেরকেই ডাকা হচ্ছে। সুশাসন দিবসকে সামনে রেখে এই বৈঠক ছিল। বঙ্গ বিজেপিতে নতুন-পুরনো দ্বন্দ্বের মধ্যে এদিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর শমীকের সবুজ সংকেত পাওযার পর দলের পুরনো মুখদের একত্রিত হয়ে এদিনের বৈঠক দলের নব্য ও তৎকাল নেতাদের কাছে যথেষ্ট মাথাব্যথার কারণ বলেই মনে করা হচ্ছে। তবে মুরলীধর সেন লেনের পুরনো রাজ্য দপ্তরে ফের রাজু-সায়ন্তন-রীতেশদের এই বৈঠক বঙ্গ বিজেপিতে রীতিমতো চর্চার বিষয়।
প্রসঙ্গত, রাজ্য বিজেপির আগের ক্ষমতাসীন শিবির যে সব পুরনো নেতাকে দূরে সরিয়ে রেখেছিল, দলের কোনও দায়িত্ব দেয়নি, ক্ষুব্ধ সেই সব নেতা-কর্মীদের দলের কাজে লাগাতে তৎপর হল দিল্লি। ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপির আদি-নব্য শিবিরের কোন্দল সামলাতে রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল এমনই উদ্যোগ নিয়েছেন। পুরনো নেতাদের সক্রিয় করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। ২৫ ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে প্রায় তিন হাজার পুরনো নেতা-কর্মীর সমাগম হবে। যেখানে দিল্লির নেতাদের সঙ্গে থাকার কথা শমীক ভট্টাচার্যরও।