• আইএসআই বিল আনলে বিরোধিতা, আশ্বাস রাহুলের
    আনন্দবাজার | ১২ ডিসেম্বর ২০২৫
  • ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই-এর পরিচালনায় জওহরলাল নেহরুর আমলের আইন বাতিল করে মোদী সরকার নতুন প্রস্তাবিত আইন আনলে তাতে কংগ্রেস-সহ বিরোধীরা বাধা দেবে। আজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আইএসআই-এর গবেষক ও পড়ুয়াদের এই আশ্বাস দিয়েছেন।

    কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক আইএসআই বিলের যে খসড়া প্রকাশ করেছে, তাতে এই প্রতিষ্ঠানের স্বশাসনে হস্তক্ষেপ করে মন্ত্রকের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করা হচ্ছে বলে শিক্ষক, পড়ুয়া, গবেষকদের অভিযোগ। আজ সংসদে রাহুলের সঙ্গে দেখা করেন কলকাতা ও বেঙ্গালুরুর আইএসআই-এর গবেষক, পডুয়ারা। গবেষক উদ্ভাস দাস বলেন, ‘‘রাহুল আগে থেকেই এই বিলের বিষয়ে অবহিত। তিনি জানিয়েছেন, সংসদের চলতি অধিবেশনে এই বিল আসার সম্ভাবনা নেই। আগামী অধিবেশনে বিল এলে বিরোধিতা করা হবে।’’ প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসও এই বিলের বিরোধিতা করেছে।

    ১৯৫৯-এ নেহরু সরকার আইএসআই-কে ‘জাতীয় গুরুত্বের প্রতিষ্ঠান’ হিসেবে মর্যাদা দিয়ে তার স্বশাসন সুনিশ্চিত করেছিল। এর সদর দফতর আজও কলকাতায়। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘আইএসআই-এর জোরের জায়গা এর স্বাধীনতা, এর পরিবেশ। যেখানে আমলাতন্ত্রের হস্তক্ষেপ ছাড়া চিন্তাবিদেরা কাজ করেন। সেখানেই আশঙ্কা তৈরি হয়েছে।’’ ডেরেকের মতে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে মোদী সরকার আইএসআই বিল নিয়ে এগোলে নিজের পায়ে কুড়ুল মারবে। পরিসংখ্যান মন্ত্রক অবশ্য জানিয়েছে, আপাতত খসড়া বিলে সকলের মত নেওয়া হয়েছে। তার ভিত্তিতে খসড়ায় রদবদল করে তার উপরেও সকলের মতামত জানতে চাওয়া হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)