• ইন্ডিগো বিভ্রাটের জের, বেঙ্গালুরু থেকে আমদানি বন্ধ, গোলাপের দামেও কাঁটা
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ইন্ডিগো বিভ্রাটের কাঁটায় বিদ্ধ হচ্ছে গোলাপ। বাতাসে প্রেমের হাওয়া এখনও বইতে শুরু করেনি ঠিকই, কিন্তু বিয়ের মরশুম এসে গিয়েছে। গোলাপ ছাড়া বিয়ের কথা ভাবাই যায় না। কিন্তু বেঙ্গালুরুর ডাচ গোলাপ হাতে নিতে গিয়ে শক খাচ্ছেন হবু বর-কনেরা। যে ফুল ৩০ টাকা পিস হিসেবে বিক্রি হত, এখন তার দাম হয়েছে ৭০-৮০ টাকা। সেটাও আবার সব জায়গায় পাওয়া যাচ্ছে না। ফুল ব্যবসায়ীরা বলছেন, ইন্ডিগোর কার্গো বিমানে বেঙ্গালুরু থেকে গোলাপ আসত। মূলত বড় পাঁপড়ির ডাচ গোলাপ বাঙালির হৃদয় জয় করে নিয়েছিল। কিন্তু, বিমান-বিভ্রাটের জেরে চাহিদামতো গোলাপ আসছে না। এরাজ্যের কোলাঘাট, পাঁশকুড়া, ক্ষীরপাই কিংবা হাওড়া, নদীয়া জেলার কিছু অংশে গোলাপ চাষ হয়। কিন্তু তাতে চাহিদা মেটে না। বেঙ্গালুরুর গোলাপের উপর এরাজ্যের ব্যবসায়ীরা অনেকটাই নির্ভরশীল।

    ফুল ব্যবসায়ী প্রসেনজিৎ মণ্ডল বলেন, কয়েকদিন আগেও বেঙ্গালুরু থেকে আসা গোলাপ প্রতি পিস ৩০টাকায় বিক্রি হয়েছে। কিন্তু, বিমান-বিভ্রাট শুরু হওয়ার পর থেকেই ফুলের দাম বাড়তে থাকে। গোলাপের আমদানি কমে গিয়েছে। এখন যাদের বিয়ে রয়েছে, তারা আগে থেকেই অর্ডার দিয়েছে। তাদের আগের দামেই গোলাপ দিতে হচ্ছে। তবে, যারা অর্ডার দেয়নি, তাদের মোটা টাকা খরচ করে গোলাপ কিনতে হচ্ছে। আরএক ব্যবসায়ী দিলীপ চৌধুরী বলেন, আগে গোলাপ ৫০০টাকা প্রতি বান্ডিল পাওয়া যেত। এখন সেই গোলাপের বান্ডিল ১২০০টাকায় কিনতে হচ্ছে। বিয়ের মরশুমে প্রতি বছর গোলাপ ফুলের দাম বাড়ে। কিন্তু কখনই এত বেশি দাম ওঠে না। বীরহাটার কাছে একটি দোকানে ফুল কিনতে এসেছিলেন অর্ণব দাস নামে এক যুবক। তিনি বলেন, এক বন্ধুর ছেলের জন্মদিন রয়েছে। সেই কারণে ফুলের বোকে কিনতে এসেছিলাম। এখানে এসে মনে হল, বোকে না কিনে অন্য কোনও উপহার দেওয়া অনেক ভালো। গোলাপ ফুলের দাম এত বেশি কোনওদিন হয়নি। ছোট গোলাপ কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। কিন্তু, বেঙ্গালুরু থেকে আসা গোলাপের দাম শুনেই ভিড়মি খাওয়ার জোগাড় হচ্ছে। এতদিন জানতাম বিমান-বিভ্রাট হলে যাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না। এখন বুঝছি শুধু যাত্রী দুর্ভোগ নয়, ভালোবাসাতেও টান পড়তে পারে। আরএক ক্রেতা আর্য দাস বলেন, দাম বাড়লেও গোলাপ কিনতেই হবে। প্রেমিকার হৃদয়ের থেকে তো আর গোলাপের দাম বেশি নয়।

    যত দিন যাচ্ছে ততই গোলাপের দাম বেড়েই চলছে। দামে ছ্যাঁকা খেলেও তা অনেককেই কিনতে হচ্ছে। প্রেম, বিবাহে গোলাপ চাই-ই চাই। তাই দাম যতই বাড়ুক না কেন, এই ফুল কিনতেই হবে।
  • Link to this news (বর্তমান)