• জমি দিলেন চাষি, মেঠো পথের শ্যামপুর এত দিনে পাচ্ছে রাস্তা
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৫
  • প্রশান্ত পাল, পুরুলিয়া

    এক প্রান্তিক চাষির দানের জমিতেই গড়ে উঠবে গ্রামের রাস্তা। বৃহস্পতিবার পুরুলিয়া-১ ব্লকের গাড়াফুসড় পঞ্চায়েতে শ্যামপুর গ্রামে সেই রাস্তা নির্মাণের কাজের সূচনা করল পুরুলিয়া জেলা প্রশাসন।

    এই গ্রামের অল্প দূর দিয়ে চলে গিয়েছে জামশেদপুর-ধানবাদ (১৮ নম্বর) জাতীয় সড়ক। কিন্তু স্বাধীনতার পরে সাড়ে সাত দশক পেরিয়ে গেলেও শ্যামপুরের সঙ্গে সেই সড়কের কোনও যোগাযোগ নেই। গ্রামের রাস্তা বলতে মাঠ ও খেতের মাঝ দিয়ে চলে যাওয়া মেঠো পথ, ফি বছর বর্ষায় বেহাল হয়ে পড়াই যার দস্তুর। এত দিনে সেই গ্রাম জুড়তে চলেছে জাতীয় সড়কের সঙ্গে। সৌজন্যে এই গ্রামের এক প্রান্তিক চাষি দীনবন্ধু সিং ও রাজ্যের পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প।

    এ দিন শ্যামপুরের অদূরে এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য শান্তিরাম মাহাতো বলেন, ‘প্রয়োজন থাকলেও জমি না–পাওয়ায় এই রাস্তাটি আমরা এত দিন তৈরি করতে পারিনি। দরিদ্র পরিবারের সদস্য হলেও দীনবন্ধু সিং রাস্তার জন্য নিজের জমি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অত্যন্ত বড় মনের পরিচয় দিয়েছেন তিনি।’

    শ্যামপুরের বাসিন্দা দীনবন্ধু একজন প্রান্তিক চাষি। তিনি বললেন, ‘যেটুকু জমি আছে, তাতে কষ্টেসৃষ্টে কোনও রকমে ভাতের জোগাড় হয়ে যায়। সবাই বললেন, রাস্তাটা তৈরি করতে আমার জমিটা দিতে হবে। রাজি হয়ে গেলাম।’ তিনি আরও বললেন, ‘স্বাধীনতার এত দিন পরেও আমাদের গ্রামে রাস্তা ছিল না। গ্রামের মানুষের তো কাজে লাগবে।’ দীনবন্ধুর ছেলে সুব্রতর কথায়, ‘নতুন রাস্তার মধ্যে আমাদের অনেকটা জমি পড়ে গিয়েছে। বাবা যখন রাস্তার জন্য জমিটা দিতে চেয়েছেন, আমাদের আপত্তির কোনও প্রশ্নই আসে না। বাবার খুশিই আমাদের ভালো লাগা।’

    এ দিন গ্রামে সেই রাস্তা তৈরির কাজের সূচনা অনুষ্ঠানে এসেও দীনবন্ধু দূরে দাঁড়িয়েছিলেন ভিড়ের মধ্যে। কাজের সূচনার ফলকের আবরণ উন্মোচনের সময়ে তাঁর খোঁজ শুরু হওয়ায় জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, পুলিশ সুপার ও অন্য প্রশাসনিক আধিকারকদের সামনে এসে নমস্কার করে দাঁড়ালেন খানিকটা কুণ্ঠিত ভাবেই। জেলাশাসক সুধীর কণ্ঠম সৌজন্য বিনিময় করে বললেন, ‘খুব বড় কাজ করেছেন। আপনাকে ধন্যবাদ।’ পুলিশ সুপার বৈভব তিওয়ারিও বলেন, ‘সত্যিই ভাল কাজ করেছেন আপনি।’

    উল্লেখ্য, এ দিন নদিয়ার কৃষ্ণনগর থেকে দূরসঞ্চার ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামপুর–সহ পুরুলিয়া জেলার ২০৬টি রাস্তার কাজের সূচনা করেন। এগুলির মোট দৈর্ঘ্য ৫০২.১০ কিলোমিটার। এই কাজে খরচ হবে ২৩০ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার টাকা। জানা গিয়েছে, এই ২০৬টি রাস্তার মধ্যে জেলা পরিষদ ২৫টি, পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থা ২৫টি, পঞ্চায়েত সমিতি ২৬টি এবং এমবিএল নামে একটি বেসরকারি সংস্থা ১৩০টি রাস্তা তৈরি করবে।

  • Link to this news (এই সময়)