• টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৫
  • ফের রবিবার, ১৪ ডিসেম্বর বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত, ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। ফলে সপ্তাহান্তে ফের ভোগান্তি যাত্রীদের।

    হুগলির রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর Cable বদলের কাজ চলছে। সেই কাজের জন্য ফের রবিবার বন্ধ থাকছে সেতু।

    রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না। বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে সব রকম যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়ি টার্ফ ভিউ রোড থেকে ঘোরানো হবে।

    সব গাড়ি সেন্ট জর্জেস গেট রোডে যাওয়ার জন্য হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাবে। তারপরে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে বা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে খিদিরপুর রোড ধরতে পারবে।

    জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়ি ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ি স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে।

    খিদিরপুর রোড ধরে আসা গাড়ি ঘোড়া পাসের ওয়াই পয়েন্টের র‌্যাম্প ধরে আসবে। খিদিরপুর রোডের ওয়াই পয়েন্ট থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। ১১ ফার্লং রোডের দিকে ঘুরিয়ে দেওয়ার পরে রেড রোড ধরে হাওড়া ব্রিজ যেতে পারবে।

    খিদিরপুর থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি বাঁদিক নিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে। এর আগে কেবল ও বেয়ারিংয়ের কাজের জন্য ১৬ নভেম্বরও বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু।

  • Link to this news (এই সময়)