যুবকের রহস্যমৃত্যু ঘিরে তুলকালাম বলাগড় থানায়। উত্তেজিত জনতার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে বলাগড় ক্ষত্রিয়নগর খালধারের এক যুবককে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে। নাম শেখ আসাদুল মণ্ডল (২৬)। শুক্রবার সকালে আসাদুলের দেহ উদ্ধার হয় বলাগড় স্টেশনের পাশে রেললাইন থেকে। এর পরেই থানা বলাগড় থানা ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ।
অভিযোগ, যুবকের পরিবারের লোকজন ও গ্রামের লোকেরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় চড়াও হন। ভাঙা হয় ক্লোজ সার্কিট ক্যামেরা, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার। হুগলি গ্রামীণের পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হন। উত্তেজনা থামাতে আসে বড় টিম।
হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ‘মদ্যপদের ধরতে পুলিশের অভিযান চলছিল। সেই মতো ওই যুবককে ধরা হয়। পরে আইন মেনেই বেল পেয়ে বেরিয়েও যান। বেরিয়ে নিজে কিছু করেছে। শুনলাম থানার সামনের সিসিক্যামেরা, চাইল্ড কর্নারের জানলার কাচ ভাঙা হয়েছে।’
আসাদুলের পরিবারের দাবি, আসাদুল রাতেই জামাইবাবু শেখ রাজকে মেসেজ করে জানিয়েছিলেন, তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। রাজা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তার মধ্যেই আজ সকালের ঘটনা।
এ দিকে পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে এক যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও পরে বেল বন্ডে সই করে থানা থেকে বেরিয়েও যান। শুক্রবার সকালে আসাদুলের দেহ রেললাইনের ধারে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হবে। একই সঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।