২০ বছর পর বদলে গেল MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন-এর নাম। ১০০ দিনের কাজের নিশ্চয়তা জন্য শুরু হওয়া এই প্রকল্পের নয়া নাম হলো ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’। তবে শুধু নাম নয়, বদলাচ্ছে নাকি এর কাজও।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে পাস হলো এই দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নয়া নাম। গ্রামীণ কর্মসংস্থানে জোর দিতে কাজের শুধু নাম নয় বদল আনা হচ্ছে প্রকল্পের ভাবনাতেও। সরকারি সূত্রে খবর, ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি’ প্রকল্পে ১০০ নয় কর্মদিবসের সংখ্যা বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। একইসঙ্গে বাড়বে প্রতিদিনের পারিশ্রমিকও। তার জন্য কেন্দ্রীয় এই প্রকল্পে অর্থ বরাদ্দও বাড়িয়ে ১.৫১ লাখ কোটি করা হবে বলে খবর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের আমলে চালু হয় মনরেগা। এই প্রকল্পটি প্রথমে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন ২০০৫ (NREGA) নামে চালু করা হয়েছিল । পরে এর নামকরণ করা হয় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (MGNREGA)। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল গ্রামীণ ভারতের অদক্ষ নাগরিকদের জীবিকার নিরাপত্তা বৃদ্ধি করা। প্রত্যেক মানুষ যাতে কাজের সুযোগ পায়। এর নিয়ম অনুসারে, প্রতিটি পরিবারে কাজ করতে ইচ্ছুক প্রাপ্তবয়স্কদের কমপক্ষে ১০০ দিনের মজুরি সংস্থানের ব্যবস্থা করা হয়।