• এ বার সল্টলেকে রামমন্দির, কবে শিলান্যাস, তারও ঘোষণা হয়ে গেল
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৫
  • আগামী বছর বিধানসভা ভোট। তার আগে দিকে দিকে উড়ছে ধর্মের ধ্বজা। কিছু দিন আগেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মুর্শিদাবাদ জেলায়। ব্রিগেডে হয়েছে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। এ বার কলকাতার অদূরে বিধাননগরে রামমন্দিরের ঘোষণা। সল্টলেক জুড়ে পড়ল তার ব্যানার।

    শুক্রবার ব্যানার পড়ল সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার-সহ নানা জায়গায়। আগামী মার্চে মন্দির তৈরির কাজ শুরু হবে বলে দাবি নির্মাণ কমিটির আহ্বায়ক সঞ্জয় পয়ড়্যার। তিনি জানান, আগামী মার্চে, রামনবমীর দিনই মন্দিরের শিলান্যাস হবে।

    সঞ্জয় বলেন, ‘উত্তরপ্রদেশে রামমন্দির হয়েছে, পশ্চিমবঙ্গেও হবে। রামরাজ্যে রাম প্রতিষ্ঠা হবে, রামের রাজত্ব প্রতিষ্ঠা হবে। রামমন্দির তৈরিতে কেউ বাধা দিলে বুঝতে হবে তাঁরা সনাতন ধর্মের বিরোধী, হিন্দু বিরোধী। রাম আমাদের বিশ্বাস, আস্থা, আমাদের ভগবান।’

    সেক্টর ফাইভেই এই রামমন্দির হবে। সঞ্জয় পয়ড়্যা জানান, এখানে রাজনীতির কিছু নেই, কে কী করছেন, তার পাল্টাও কিছু নয়। রাম চাইছেন, তাই হবে। শুধু মন্দিরই নয়, একই সঙ্গে স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নারী স্বনির্ভরতা কেন্দ্রও করছেন বলে জানান তিনি।

  • Link to this news (এই সময়)