জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। সেই রাজ্য সড়কের বেহাল দশা হার মানাবে যে কোনও গ্রামীণ মাটির রাস্তাকেও। অভিযোগ তুলে প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ পশ্চিম মেদিনীপুর শালবনিতে। বেলা সাড়ে ১২টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা-লালগড় রাজ্য সড়কের অধীন পিড়াকাটা সংলগ্ন পিন্ড্রাকুলি এলাকায় এই পথ অবরোধ হয়। রাস্তায় দাঁড়িয়ে পড়ে একাধিক বাস, ট্রাক ও ছোট গাড়ি। তবে, পরীক্ষার্থীদের কথা ভেবে এবং স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী। অবিলম্বে এই রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, বেহাল রাস্তার জেরে প্রায় প্রতি দিনই ঘটছে দুর্ঘটনা। সঙ্কটজনক রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই হচ্ছে মৃত্যু। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে স্কুল পড়ুয়ারাও। শালবনির পিড়াকাটা থেকে লালগড়ের কয়মা পর্যন্ত প্রায় ১৩ কিমি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, রাস্তায় বড় বড় গর্ত, পিচের অস্তিত্ব প্রায় নেই। অথচ গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে।
শালবনির বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতিপ্রসাদ মাহাতো প্রমুখের বাড়িও এই রাস্তার উপরই। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা! ক্ষুব্ধ বাসিন্দারা শুক্রবার তাই পথ অবরোধ করে চরম হুঁশিয়ারি দিয়েছেন।
এ নিয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, ‘এই রাজ্য সড়কের চ্যাংশোল থেকে পিড়াকাটা পর্যন্ত রাস্তা অস্থায়ীভাবে সংস্কার করা হয়েছে। পিড়াকাটা থেকে কয়মা পর্যন্ত সত্যিই বেহাল অবস্থা। আমরা পুরো রাস্তাটিই সম্পূর্ণ নতুন ভাবে সংস্কারের জন্য ৬০ কোটি টাকার একটি প্রজেক্ট পাঠিয়েছি। আশা করছি দ্রুত অনুমোদন মিলবে।’
পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার চিন্ময় সাহা বলেন, ‘আপাতত অস্থায়ীভাবে ওই রাস্তা সংস্কার করা হচ্ছে। এতে সমস্যা কিছুটা মিটবে।’ যদিও, এই সংস্কারের কাজে খুশি নন তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জ্যোতিপ্রসাদ মাহাতো। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে একাধিকবার পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের বলেছি। এই ভাবে সংস্কার হলে পরের বর্ষার আগে আবারও রাস্তা ভয়াবহ আকার নেবে। গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক সঠিকভাবে সংস্কার করা প্রয়োজন।’
প্রসঙ্গত, মেদিনীপুরের ভাদুতলা-লালগড় রাজ্য সড়কের অধীন চ্যাংশোল থেকে লালগড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। চলতি বছরের বর্ষার সময়ে সেই রাস্তা কার্যত মরণফাঁদে পরিণত হয়। সেই খবর এই সময় অনলাইন-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে পুজোর সময় চ্যাংশোল থেকে পিড়াকাটা পর্যন্ত ৭ কিমি রাস্তা অস্থায়ী ভাবে সংস্কার করা হয়। তবে, রাজ্য সড়ক ইট দিয়ে সংস্কার করায় ক্ষুব্ধ বাসিন্দারা। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা বলেন, আপাতত পিড়াকাটা থেকে লালগড় পর্যন্ত রাস্তাও একই ভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, এলাকাবাসীরা চান রাস্তা সঠিক ভাবে সংস্কার করা হোক।