• বলাগড়ে যুবকের রহস্যমৃত্যু
    আজকাল | ১২ ডিসেম্বর ২০২৫
  • মিল্টন সেন, হুগলি:  এক যুবকের রহস্যমৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির বলাগড়ে। ওই যুবক বলাগড় ক্ষত্রিয় নগর খালধারের বাসিন্দা। নাম শেখ আসাদুল মন্ডল। বয়স ২৬ বছর। বৃহস্পতিবার গভীর রাতে মদ্যপ অবস্থায় বলাগড় থানার পুলিশ তাকে তুলে নিয়ে আসে বলে অভিযোগ।যুবক তার জামাইবাবু শেখ রাজকে মেসেজ করে সেকথা জানায় বলেও খবর মিলেছে। 

    এরপর শেখ রাজা পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।পরে আসাদুলকেও ফোন করেন।কিন্তু ফোনে আর যোগাযোগ করতে পারেননি বলে তিনি অভিযোগ করেছেন। শুক্রবার সকালে বলাগড় স্টেশনের পাশে রেল লাইন থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।

    এই খবর ছড়াতেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে যুবকের পরিবার ও গ্রামবাসীরা।পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় ভাঙচুরও চালানো হয়। ভাঙায় হয় থানার সিসি ক্যামেরা,চাইল্ড ফ্রেন্ডলি কর্ণার। পরিস্থিতি সামলাতে হুগলি গ্রামীণ পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হন। তবে তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার ফলে ডাকা হয় বিশাল পুলিশ বাহিনী। 

    পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে যুবককে থানায় ধরে আনা হয়েছিল। বেল বন্ডে সই করে বেল নিয়ে যুবক থানা থেকে চলে গিয়েছিল। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয় রেললাইনের ধার থেকে। পরিবার যে অভিযোগ করছে তার কোনও ভিত্তি নেই।

    তবে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশ তাকে থানার ভিতরে মেরে দেহ রেললাইনের ধারে ফেলে দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরই থানা ঘেরাও করে সেখানে ভাঙচুর চালায় উত্তেজিত পরিবারের লোকেরা এবং স্থানীয় মানুষ। পরিস্থিতি সামলাতে নামানো হয় বিরাট পুলিশ বাহিনী।

    যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। যুবক থানা থেকে বেল বন্ড নিয়ে বেরিয়ে গিয়েছিলেন সেই নথি তাদের কাছে রয়েছে। তবে স্থানীয়রা সেই কথা শুনতে চায়নি। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
  • Link to this news (আজকাল)