বিহার বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সক্রিয় হয়ে উঠেছেন জনশক্তি জনতা দল (জেডি)-র পৃষ্ঠপোষক ও প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ যাদব। তাঁর দাবি, পরাজয় তাঁকে দুর্বল করেনি; বরং আরও দৃঢ় করেছে। তাঁর কথায়, 'জয়-পরাজয় গণতন্ত্রের অংশ। হতাশ হওয়ার কারণ নেই। আগের থেকেও বেশি শক্তি নিয়ে মাঠে নামছি।'
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেজ প্রতাপ তাঁর দলের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, শুধু বিহারেই নয়, দলের সংগঠন এখন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সদস্যপদ অভিযানও জোরকদমে চলছে। ইতিমধ্যেই বহু মানুষ দলে যোগ দিয়েছেন।
পাটনার এক অনুষ্ঠানে তিনি দলের রাজ্য সভাপতির নাম ঘোষণা করেন এবং জানান যে তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে। তাঁর দাবি, অন্যান্য রাজনৈতিক দল থেকেও অনেকেই জনশক্তি জনতা দলে যোগ দিচ্ছেন।
সম্প্রতি দলটি দিল্লিতে একজন জাতীয় মুখপাত্র নিয়োগ করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তেজ প্রতাপের মতে, এটি দলের জাতীয় বিস্তারের পথে বড় পদক্ষেপ।
২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচন ও বাংলায় লড়াইয়ের ঘোষণা
সাক্ষাৎকারে তেজ প্রতাপ যাদব সবচেয়ে বড় ঘোষণা করেন। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তাঁর দল। পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়েও অংশ নেবে জনশক্তি জনতা দল। দলের জাতীয় বিস্তারের দাবিকেই তিনি এই সিদ্ধান্তের ভিত্তি হিসেবে তুলে ধরেন।
বিরোধী শূন্যতায় সক্রিয় ভূমিকায় তেজ প্রতাপ
তেজ প্রতাপের অভিযোগ, বিহারে বিরোধী দলগুলির ভূমিকা দুর্বল। তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের সমস্যা, দুঃখ-দুর্দশা তিনি জোরালোভাবে তুলে ধরবেন। শিগগিরই বিহারজুড়ে সফরে বের হয়ে মানুষের সঙ্গে সরাসরি কথাবার্তা বলবেন।
সাক্ষাৎকারে তিনি নিজের ভাই তেজস্বী যাদবকে কটাক্ষ করে বলেন, টনির্বাচনে হারলে কেউ কেউ অস্থির হয়ে পড়ে। কিন্তু আমি সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করছি।'
বুলডোজার রাজনীতিতে প্রতিক্রিয়া
সরকারি বুলডোজার অভিযানের সমালোচনা করে তেজ প্রতাপ বলেন, 'দরিদ্রের বাড়ি ভাঙার আগে সরকার তাদের মাথা গোঁজার ঠাঁই দেবে কি না, তা আগে ভাবা উচিত।' তিনি শীতকালে গৃহহীন মানুষের জন্য উপযুক্ত আশ্রয় ও আবাসন নিশ্চিত করার দাবি তোলেন।
দলের শক্তি বাড়ছে: জনসমর্থন নিয়ে আশাবাদী তেজ প্রতাপ
অনুষ্ঠানস্থলে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়; অনেকে সরাসরি সদস্যপদ নিতে আসেন। তেজ প্রতাপের দাবি, তাঁর দল মাঠে সক্রিয়ভাবে কাজ করছে এবং শিগগিরই জনগণ নিজেরাই বুঝতে পারবেন জনশক্তি জনতা দলের বিস্তার ও কর্মকাণ্ড। সাক্ষাৎকার শেষে করতে গিয়ে তিনি বলেন, 'অন্য দলের নেতারা না থাকলেও আমরা জনগণের পাশে আছি। ভবিষ্যতেও সেই কাজই করব।'