প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। বয়স হয়েছিল ৯০ বছর। আজ, শুক্রবার লাতুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিজনেরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। পরে ২০১০-১৫ সাল পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডীগড়ের প্রশাসনিক পদের দায়িত্বে ছিলেন। এরপর তাঁকে আর সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন। বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী পদে নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছেন। সমাজ কল্যাণে তাঁর অগ্রণী ভূমিকা রয়েছে। গত কয়েক বছরে তাঁর সঙ্গে আমার একাধিকবার কথাও হয়েছে। তিনি আমার বাসভবনেও এসেছিলেন। এই দুঃখের সময়ে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রধানমন্ত্রীর পাশাপাশি শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। প্রসঙ্গত, বর্তমানে তাঁর শিবরাজ পাতিল পুত্রবধূ অর্চনা বিজেপি নেত্রী।