অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল অন্তত ৯ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
চিত্তুর, ১২ ডিসেম্বর: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। আজ, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে ৩৫ জন তীর্থযাত্রী সহ একটি বাস খাদের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন একাধিক তীর্থযাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তীর্থযাত্রীরা চিত্তুর থেকে বাসে করে ভদ্রাচলের শ্রীরাম মন্দিরে যাচ্ছিলেন।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতরের এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, 'অন্ধ্রপ্রদেশের অলুরি সীতারামা রাজু জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় অত্যন্ত ব্যথিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। তবে কী ভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা কম ছিল। সেইসময় বাসটি বাঁক নিতে গিয়ে খাদে পড়ে যায়।