কড়া পদক্ষেপ ডিজিসিএ-র, বরখাস্ত ৪ ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
মুম্বই, ১২ ডিসেম্বর: ইন্ডিগোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের। গত কয়েকদিনে দেশ জুড়ে বিমান বিভ্রাটের জেরে ব্যাপক নাকাল হয়েছেন যাত্রীরা। বহু মানুষকে দীর্ঘক্ষণ এয়ারপোর্টে বসে থাকতে হয়েছে। কারও আবার বিয়েই ভেস্তে গিয়েছে, অনেকে জরুরি মিটিংয়ে যোগ দিতে পারেননি। এইসব বিষয়ের কথা মাথায় রেখে আজ, শুক্রবার সকালে ইন্ডিগো বিমান সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হল। ৪ জন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টরকে বরখাস্ত করল ডিজিসিএ। এর আগে অবশ্য টানা দু’দিন ধরে ইন্ডিগোর সিইও-র সঙ্গে ডিজিসিএ বৈঠক করে। পরিস্থিতি সামলাতে তৈরি করা হয় একটি উচ্চপর্যায়ের কমিটিও। এরপরই আজ এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে উড়ান বাতিল এবং যাত্রীদের দুর্ভোগের জন্য যে বা যারা দায়ী তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছিলেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু।জানা যাচ্ছে, ইন্ডিগোর ফ্লাইট অপারেশনে নজরদারি সংক্রান্ত দায়িত্ব ছিল বরখাস্ত হওয়া এই ৪ জনের উপরে। মূলত, ফ্লাইট সমস্তরকম নিয়ম ঠিকভাবে পালন করছে কী না, তা দেখাই ছিল এদের কাজ। পাশাপাশি সুরক্ষা ব্যবস্থার উপরে নজরদারির দায়িত্বেও থাকেন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টররা। সূত্রের খবর, সাসপেন্ড হওয়া ৪ ব্যক্তির বিরুদ্ধেই তাঁদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে। তবে কেন তাঁদের বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও কিছুই জানায়নি ডিজিসিএ।