অজিত পুত্রের সংস্থাকে ২১ কোটি টাকার সম্পূর্ণ স্ট্যাম্প ডিউটি দেওয়ার নির্দেশ মহারাষ্ট্রের রাজস্ব দফতরের
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৫
মুম্বই,১২ ডিসেম্বর: পুনের জমি দুর্নীতি মামলায় আরও চাপে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ার। বাজারমূল্যে সরকারি জমি না কেনায় এবার পার্থর সংস্থা আমেডিয়া এন্টারপ্রাইজকে ২১ কোটি টাকার সম্পূর্ণ স্ট্যাম্প ডিউটি দিতে হবে। একইসঙ্গে জরিমানা বাবদ দিতে হবে আরও ১.৪৭ কোটি টাকা। আজ শুক্রবার এই নির্দেশ দিল মহারাষ্ট্রের রাজস্ব দফতর। ৬০ দিনের মধ্যে স্ট্যাম্প ডিউটি জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত দিনের মধ্যে টাকা না দিলে অতিরিক্ত জরিমানাও ভরতে হবে পাওয়ার পুত্রের সংস্থাকে। কয়েক মাস আগেই নির্ধারিত বাজারমূল্যের তুলনায় অনেক কম দাম পুনের মুন্ধওয়ায় ৪০ একরের একটি সরকারি জমি কেনে আমেডিয়া এন্টারপ্রাইজ। অভিযোগ ওঠে, ওই জমির বর্তমান বাজারমূল্য ১৮০৪ কোটি টাকা। কিন্তু পার্থর সংস্থা ওই জমি কেনে মাত্র ৩০০ কোটি টাকায়। এমনকি ওই জমি কেনাবেচায় সরকারের ২১ কোটি টাকার স্ট্যাম্প ডিউটিও ফাঁকি দেওয়া হয়। স্ট্যাম্প ডিউটি বাবদ মাত্র ৫০০ টাকা দেওয়া হয়। এই ঘটনায় বিরোধীদের প্রবল চাপের মুখে পড়তে হয় অজিত পাওয়ারকে। শেষ পর্যন্ত পৃথক দুটি মামলা দায়ের হয়। বিভাগীয় তদন্তের পর এই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা গিয়েছে,এই ৪০ একর জমিটি তফসিলি জাতি মহার সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ছিল।