• ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠে’র ঘোষণা কংগ্রেসের
    দৈনিক স্টেটসম্যান | ১২ ডিসেম্বর ২০২৫
  • তিনি বলেন, ‘বহুত্ববাদের পক্ষে বন্দে মাতরম গেয়ে শুরু করে ‘সহস্র কণ্ঠে সংবিধান পাঠ’ হবে। দেশজুড়ে ভাষা, খাদ্য, পোশাক ও ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ড. বি আর আম্বেদকর প্রণীত সংবিধানকে রাষ্ট্রশক্তির মদতে পদদলিত করা হচ্ছে।‘  আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি ‘মনুবাদ’ ও সংকীর্ণ রাজনীতিকে এগিয়ে দিচ্ছে বলে অভিযোগ শুভঙ্করের।

    সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে সংবিধান পাঠের অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও চিঠি দিয়েছেন তিনি। স্কুলগুলিতে সংবিধানের প্রস্তাবনা পাঠের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

    রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে পঞ্চম শ্রেণি থেকে স্কুলে স্কুলে সংবিধান পড়ানো বাধ্যতামূলক করার দাবিও তুলেছে প্রদেশ কংগ্রেস। সংবিধান যদি ঠিকমতো পড়ানো হয় তাহলে অনেক বিধায়ক এবং নেতারা সংবিধান বিরোধী কথা বলবেন না বলেও মত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)