• ১৭ ডিসেম্বর হবে চিংড়িঘাটা মেট্রো নিয়ে বৈঠক, সব পক্ষকে সদর্থক আলোচনার নির্দেশ হাইকোর্টের
    দৈনিক স্টেটসম্যান | ১২ ডিসেম্বর ২০২৫
  • বর্তমানে নিউ গরিয়া থেকে মেট্রোয় করে বেলেঘাটা পর্যন্ত যাওয়া যায়। এই ট্রেনটি বিমানবন্দর পর্যন্ত চালানোর পরিকল্পনা থাকলেও ফেব্রুয়ারি মাস থেকে প্রকল্পের কাজ থমকে রয়েছে। চিংড়িঘাটায় মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ এখনও অসম্পূর্ণ থাকায় এই প্রকল্পের কাজ শেষ করা যাচ্ছে না। অভিযোগ, এই অংশে মেট্রোর কাজ করার ক্ষেত্রে ছাড়পত্র দিচ্ছে না পুলিশ। এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জনগণের স্বার্থের কথা ভেবে এই বিষয়ে সব পক্ষকে আলোচনায় বসতে বলেছে আদালত। এবার সেই সংক্রান্ত বৈঠকের দিনক্ষণ বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চেই চিংড়িঘাটা সংক্রান্ত মামলা চলছে।

    বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছিল, চিংড়িঘাটার মেট্রো নিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না। সকল পক্ষ যেন দ্রুত বৈঠকে বসে আলোচনা করে সেই বার্তা দিয়েছিল আদালত। শুক্রবার কেন্দ্র, রাজ্য এবং নির্মাণকারী সংস্থার তরফে প্রতিনিধিদের নাম আদালতে জমা দেওয়া হয়েছে। তাঁরাই আগামী বুধবারের বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। এরপরই বৈঠকের দিনক্ষণ ঘোষণা করে হাইকোর্ট। বিচারপতিরা জানিয়েছে, জনস্বার্থের বিষয়টি সবার আগে মান্যতা দিতে হবে। এই বৈঠকে সদর্থক আলোচনা হবে বলে আশাবাদী আদালত। চিংড়িঘাটা মেট্রোর জট ছাড়াতে গত বুধবার কেন্দ্র, রাজ্য, নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে। আদালত তাদের ফের বৈঠকে বসার নির্দেশ দিয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)