• ভূমিকম্পের ভয়ে আদালতে ব্যক্তি! ‘অবাক’ সুপ্রিম কোর্ট বলল, ‘চাঁদে পাঠাব নাকি’
    প্রতিদিন | ১২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: দেশের ৭৫ শতাংশ মানুষই ভূমিকম্পপ্রবণ এলাকায় থাকেন। ফলে যে কোনও সময়েই বড় বিপর্যয় ঘটে যেতে পারে। এ ব্যাপারে কিছু করা উচিত। এই মর্মে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। যা দেখে বিস্মিত শীর্ষ আদালত বলল, “তা হলে কি আমরা সবাইকে চাঁদে পাঠাব?”

    মামলাটি উঠেছিল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। শুনানিতে হাজির ছিলেন মামলাকারী নিজেও। আবেদনপত্রে তিনি জানান, এত দিন মনে করা হত, শুধু দিল্লিই ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে রয়েছে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, ৭৫ শতাংশ ভারতবাসীই ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাস করেন। সম্প্রতি জাপানে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রসঙ্গও টেনে আনেন মামলাকারী। তা শুনে বিচারপতিদের প্রশ্ন, “তা হলে আমরা এখন সকলকে চাঁদে বা অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করব?” এর পরেই মামলাকারীর উদ্দেশে বিচারপতিদের রসসিক্ত মন্তব্য, “আগে জাপানের মতো এ দেশেও আগ্নেয়গিরি নিয়ে আসা হোক। তার পর জাপানের সঙ্গে তুলনা করবেন।”

    ভূমিকম্প রুখতে প্রশাসন যাতে কিছু পদক্ষেপ করে, এই আবেদনও করেছিলেন মামলাকারী। তার জবাবে শীর্ষ আদালত বলে, “এটা সরকার দেখার বিষয়। আদালত এ ব্যাপারে কিছু করতে পারবে না।” এর পরেই মামলাটি খারিজ করে দেন বিচারপতিরা। কিছু সংবাদমাধ্যমেরও রিপোর্টেরও উল্লেখ করেছিলেন মামলাকারী। কিন্তু শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “ওটা সংবাদমাধ্যমের রিপোর্ট। ও সব নিয়ে আমরা একেবারেই চিন্তিত নই।”
  • Link to this news (প্রতিদিন)