• মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ সিনার্জি-র আয়োজন মুর্শিদাবাদে
    এই সময় | ১৩ ডিসেম্বর ২০২৫
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশেষ মুর্শিদাবাদ জেলা সিনার্জি ও বিজ়নেস ফেলিসিটেশন কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে বহরমপুরে। শুক্রবার মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কনক্লেভের উদ্বোধন করেন ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোগ দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

    মুর্শিদাবাদের উদ্যোগপতিদের উপস্থিতিতে চন্দ্রনাথ বলেন,‘কখনও দুটো, আবার কখনও তিনটে জেলা নিয়ে সিনার্জি করা হয়। মাসখানেক আগে বোলপুরে বীরভূম–মুর্শিদাবাদের উদ্যোগপতিদের নিয়ে সিনার্জি করেছি। তার আগের বছর বহরমপুরে হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর বিশেষ নজর রয়েছে মুর্শিদাবাদ জেলার উপরে। তাঁর নির্দেশ মতো এ দিন বিশেষ সিনার্জি আয়োজন করা হয়েছে।’ অনুষ্ঠানে ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া-সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্তা। এ ছাড়া মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা ও একাধিক বিধায়ক, পুলিশকর্তা, উদ্যোগপতিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    মুর্শিদাবাদের জেলাশাসক বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদ জেলার জন্য বিশেষ সিনার্জি–এর আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য এমএসএমই দপ্তর পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলাকে আরও কী ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করা।’ অনুষ্ঠানে ছিলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরাও। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজেশ পাণ্ডে (অতিরিক্ত মুখ্যসচিব, এমএসএমই অ্যান্ড টেক্সটাইলস), এমএসএমই ডিরেক্টর ইউ স্বরূপ, নিখিল নির্মল (এম ডি, ডব্লিউবিএসআইডিসিএল)।

  • Link to this news (এই সময়)