• অস্ত্র নিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার সন্দেহভাজন জৈশ-ই-মহম্মদ সদস্য
    এই সময় | ১৩ ডিসেম্বর ২০২৫
  • ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা এক জঙ্গি সদস্যের। অস্ত্র হাতে প্রবেশ করছিলেন তিনি। তবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে BSF। ধৃত ব্যক্তি এক জন জৈশ-ই-মহম্মদ সদস্য বলে দাবি সীমান্ত রক্ষা বাহিনীর। শুক্রবার তাকে ধরা হয়েছে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে।

    বিএসএফ সূত্রে খবর, ধৃতের নাম আব্দুল মালিক। তিনি আখনুর সেক্টরের পারগোয়াল এলাকা দিয়ে জম্মু-কাশ্মীরে প্রবেশ করার চেষ্টা করছিলেন। একে সিরিজের রাইফেল এবং গুলি সহ গ্রেপ্তার করা হয় আব্দুলকে।

    সূত্রের খবর, আব্দুল মালিকের বাড়ি জম্মু-কাশ্মীরের বুদহাল এলাকায়। তিনি জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ-এর একজন ‘ওভারগ্রাউন্ড কর্মী’ হিসেবে কাজ করতেন। পুঞ্চ এবং রাজৌরি এলাকায় জৈশ-ই-মহম্মদ-এর সংগঠন বৃদ্ধি এবং ওই এলাকায় অপারেশন চালানোর কাজ করতেন আব্দুল।

    তবে গত কয়েক বছরে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তদন্তকারীদের দাবি, ওই ব্যক্তি অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার জন্য পাকিস্তানে গিয়েছিলেন। শুক্রবার জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত নিয়ে অনুপ্রবেশ করছিলেন তিনি। এই নিয়ে খবর পাওয়ার পরেই ওই এলাকায় অভিযান চালায় BSF। ভারতে অনুপ্রবেশ করার সময়েই তাকে ধরে ফেলেন বিএসএফ জওয়ানরা। গ্রেপ্তার করার পরেই তাকে সেখানকার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিএসএফ।

    পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের দাবি, অপারেশন সিন্দুর অভিযানের পর জম্মু-কাশ্মীর এলাকায় কোণঠাসা হয়ে পড়ে জৈশ-ই-মহম্মদ। লাগাতার অভিযানের পর অনেকটাই পিছু হঠেছিল তারা। তবে এখন আবার জৈশ-ই-মহম্মদ ওই এলাকায় যে জঙ্গি কার্যকলাপ নতুন করে শুরু করতে চাইছে। শুক্রবারের এই ঘটনা তারই একটি অংশ।

    অপারেশন সিন্দুর অভিযানের সাত মাস পরে, পাকিস্তান সাম্বা, কাঠুয়া এবং জম্মু সেক্টরের বিপরীতে শিয়ালকোট এবং জাফরওয়াল এলাকায় ১২টি লঞ্চ প্যাড পুনরায় সক্রিয় করেছে বলেও খবর। এই তথ্য পাওয়ার পরে সীমান্ত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে নিরাপত্তা বাহিনী। এলাকায় টহলবৃদ্ধি করা হয়েছে বলেও জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)