কক্ষে নেই কোনও পূর্ণ মন্ত্রী, ১০ মিনিট মুলতুবি রাজ্যসভা
বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উপস্থিত নেই কেন্দ্রীয় সরকারের একজন পূর্ণমন্ত্রীও! বিরোধীদের দাবি, একজন ক্যাবিনেট মিনিস্টারও হাজির না থাকলে সভার কাজ চালানো নিয়ম বিরুদ্ধ। ফলে কেন্দ্রের একজন পূর্ণমন্ত্রীর অপেক্ষায় পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করলেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। তারপর ১০ মিনিটের জন্য সভার কাজ মুলতুবি করে দিলেন। সংসদের চলতি শীতকালীন অধিবেশনে শুক্রবার দিনের শুরুতে এমনই ঘটনার সাক্ষী থাকল রাজ্যসভা।এদিন সকাল ১১টায় রাজ্যসভার কাজ চালু হওয়ার পর সংসদ হামলার শহিদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়। তখনই বিরোধীরা রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে জানান, সভায় কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত নেই। রাধাকৃষ্ণন জানান, এই নিয়ম তিনিও জানেন। একজন পূর্ণমন্ত্রীর অবশ্যই থাকা উচিত। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের অভিযোগ, এটি রাজ্যসভার অবমাননা। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও পূর্ণমন্ত্রী হাজির না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সভার কাজ মুলতুবি রাখা উচিত। ১০ মিনিট পর ফের রাজ্যসভার কাজ শুরু হতে হাজির হন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। বলেন, একজনও ক্যাবিনেট মিনিস্টার উপস্থিত না থাকার জন্য তিনি নিজে ক্ষমাপ্রার্থী। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ তথা প্রাক্তন মন্ত্রী শিবরাজ পাতিলের মৃত্যু সংবাদের জেরে তাঁকে সংসদের নিম্নকক্ষে নিয়মমতো হাজির থাকতে হয়েছিল। অন্যদিকে রাজ্যসভার নেতা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে প্রশ্নোত্তর পর্বের জন্য লোকসভায় যেতে হয়েছিল।