• দেশের সবচেয়ে বেশি নিষিদ্ধ ড্রাগ ধরা পড়েছে গুজরাতে, জানাল কেন্দ্র
    বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সবচেয়ে বেশি নিষিদ্ধ ড্রাগস ধরা পড়ছে মোদি রাজ্য গুজরাতে। গোটা দেশে গত পাঁচ বছরে হেরোইন, কোকেনের মতো নিষিদ্ধ যে ড্রাগস আটক হয়েছে, তার ৬৮.৬৪ শতাংশই গুজরাতের বন্দর থেকে। তৃণমূল সাংসদ মালা রায়ের এক লিখিত প্রশ্নের উত্তরে শুক্রবার সংসদে এই তথ্য দিল নরেন্দ্র মোদির সরকার। জাহাজ এবং বন্দর মন্ত্রী সর্বানন্দ সনওয়াল তাঁর লিখিত জবাবে জানিয়েছেন, গোটা দেশে গত পাঁচ বছরে বিভিন্ন জলবন্দর থেকে মোট ৪ হাজার ৯৬৩ কেজি ওজনের নিষিদ্ধ ড্রাগস আটক করা হয়েছে। তার মধ্যে একা গুজরাতের বন্দর থেকেই ৩ হাজার ৪০৭ কেজি। 

    মন্ত্রী যা লিখিতভাবে জানিয়েছেন সেখানে দেখা যাচ্ছে, গুজরাতে মুন্দ্রার আদানি বন্দর থেকে দেশের মধ্যে সর্বাধিক বেআইনি ড্রাগস ধরা পড়েছে। গত পাঁচ বছরে যার পরিমাণ ৩ হাজার ১১৫ কেজি। মহারাষ্ট্রের জেএনপিএ বন্দর থেকেও গত পাঁচ বছরে ধরা পড়েছে ১ হাজার ২০৫ কেজি হেরোইন। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নদী বন্দর থেকে আটক হয়েছে ৩৯ কেজি হেরোইন। কেন্দ্রের জবাব হাতে পেয়ে সংসদ চত্বরে মালা রায়ের তোপ, সরকারের জবাবেই স্পষ্ট দেশের মধ্যে বিজেপি শাসিত রাজ্যেই নিষিদ্ধ ড্রাগের লেনদেন হয় বেশি। তাই সেখানেই আটক হয়েছে বেশি। 

    অন্য঩দিকে, রাজধানী দিল্লির দূষণ, অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জবাবে স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও জাধব জানিয়েছেন, ন্যাশনাল সেন্ট্রার ফর ডিজিজ কন্ট্রোল এ ব্যাপারে গত ১ নভেম্বরই সতর্কতা জারি করেছিল। দিল্লি তো বটেই, পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের সঙ্গেও মিলিত হয়ে দূষণ রুখতে উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের দীপক অধিকারী সরকারের কাছে জানতে চেয়েছিলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা ঠিকমতো খাবার পাচ্ছে কি? জবাবে সরকার জানিয়েছে, রান্না করা গরম খাবার পেতে গোটা দেশে দু লক্ষ ৯৯ হাজার ৫৪৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে স্কুলের লাগোয়া করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)