মুম্বই: লোকসভার প্রাক্তন স্পিকার শিবরাজ পাতিল প্রয়াত। বয়স হয়েছিল ৯০। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা দীর্ঘদিন ধরেই রোগে ভুগছিলেন।মহারাষ্ট্রের লাতুর থেকে টানা সাতবার লোকসভায় গিয়েছিলেন শিবরাজ। যদিও ২০০৪ সালের ভোটে অপ্রত্যাশিতভাবে তিনি হেরে যান বিজেপি প্রার্থী রূপা নিলেনগেকরের কাছে। রূপা ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবাজিরাও পাতিল নিলেনগেকরের কন্যা। ভোটে হারলেও শিবরাজকে রাজ্যসভার সদস্য করেছিলেন তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দায়িত্ব পান স্বরাষ্ট্র মন্ত্রকের। তার কয়েক বছর পরেই হয় ২৬/১১-এর মুম্বই হামলা। ঘটনার দিন তিনটি পৃথক অনুষ্ঠানে একেক রকম পোশাক পরে দেখা গিয়েছিল শিবরাজকে। ফলে সমালোচনার ঝড় বয়ে যায়। এর জেরে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন তিনি।