• মহাত্মা গান্ধী নয়, এবার পূজ্য বাপু! ১০০ দিনের কাজের নাম বদল, মজুরি বেড়ে ২৪০
    বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: গান্ধীজিকে ‘মহাত্মা’ সম্বোধন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ‘গুরুদেবে’র দেওয়া সেই নামেও কি অ্যালার্জি বিজেপি নেতৃত্বের? বন্দেমাতরম বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার সেই প্রশ্ন উঠে গেল। কারণ, ১০০ দিনের কাজ প্রকল্পের পোশাকি নাম থেকে এবার ‘মহাত্মা গান্ধী’ ছেঁটে ফেলল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। পরিবর্তিত নামে যুক্ত হল নতুন দু’টি শব্দ—‘পূজ্য বাপু’! প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে চালু হয়েছিল ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা যোজনা’ (এমএনআরইজিএ)। বছরে অন্তত ১০০ দিনের নিশ্চিত কাজের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আইন তৈরির মাধ্যমে। এবার সেই প্রকল্পেরই পরিচয় বদল করল মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাদ গেল ‘মহাত্মা’। অনুমোদন পেল নতুন নাম—‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার নিশ্চয়তা যোজনা’। 

    তবে শুধু নাম নয়, প্রকল্পের কাঠামোতেও আসছে বদল। সরকারি সূত্রে খবর, ১০০ দিন থেকে বাড়িয়ে এবার বছরে ন্যূনতম ১২৫ দিনের নিশ্চিত কাজের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সংশোধিত ন্যূনতম দৈনিক মজুরিও ২৪০ টাকা হচ্ছে। প্রথম ইউপিএ সরকারের আমলে জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা আইন, ২০০৫ (এনআরইজিএ) নামে প্রকল্পটি প্রথম চালু করা হয়েছিল। পরে সেই আমলেই ২০০৯ সালে প্রকল্পটি উৎসর্গ করা হয় জাতির জনক ‘মহাত্মা গান্ধী’র নামে। আইনটির লক্ষ্য ছিল, কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ ভারতের প্রশিক্ষণহীন মানুষদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। বর্তমানে দেশজুড়ে এই প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ১৫ কোটি ৪০ লক্ষ মানুষ। তাঁদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই মহিলা।
  • Link to this news (বর্তমান)