বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে অরুণাচল প্রদেশের ইটানগরে গ্রেফতার জম্মু ও কাশ্মীরের দুই নাগরিক।অরুণাচল পুলিশ দাবি করেছে, পাক হ্যান্ডলারদের কথামতোই ওই দু’জন ইটানগরে ঘাঁটি গেড়েছিল। ধৃতদের নাম নাজির আহমেদ মালিক ও সাবির আহমেদ মির। দুই পৃথক অভিযানে দু’জনকে যথাক্রমে ইটানগরের গঙ্গা গ্রাম ও আবোতানি কলোনি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ধৃত দু’জনই উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার বাসিন্দা। অরুণাচল প্রশাসনের দাবি, ওই দু’জন সেনা বাহিনীর গতিবিধি ও সেনা ছাউনির উপর নজরদারি চালাচ্ছিল।