• ৪ দিন বন্ধ তারাতলা উড়ালপুল, যানজটের শঙ্কা, বিকল্প কোন পথে যান চলাচল?
    প্রতিদিন | ১৩ ডিসেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: সেতুর লোড টেস্টিংয়ে জন্য বন্ধ থাকছে তারাতলা ফ্লাইওভার। আজ, শনিবার থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। পিডব্লিউডি ও কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।

    জারি করা বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আজ শনিবার দুপুর তিনটে ৩০ মিনিট থেকে বন্ধ রাখা হবে সেতুটি। কাজ চলবে ১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়কালে বন্ধ থাকবে তারাতলা ফ্লাইওভার। কাজ চলাকালীন তারাতলা ক্রসিং এড়িয়ে চলতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এই ফ্লাইওভার বন্ধ থাকার সময় বেহালা থেকে আলিপুরের দিকে আসা গাড়িগুলিকে করুণাময়ী সেতু হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছে পুলিশ। আলিপুর থেকে বেহালামুখী গাড়িগুলিকে দুর্গাপুর সেতু, হাইড রোড. এবং নিউ আলিপুর হয়ে চলাচলের কথা বলা হয়েছে।

    ডায়মন্ড হারবার রোডে যানজট কমাতে ২০০৬ সালে তারাতলা উড়ালপুলটি নির্মাণ করা হয়।তিন বছর ধরে কাজ চলেছিল। ২০১০ সালে ৫৪০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভারটিতে ফাটল দেখা যায়। তারপর ফ্লাইওভারের বেহালাগামী অংশটি বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালের এপ্রিলে আবারও, ফাটল দেখা যায়। তখনও বন্ধ রাখা হয় সেতুটি। এবার সেতুর লোড টেস্টিংয়ের জন্য ৪ দিন বন্ধ রাখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)