• কুয়াশার জেরে মহাসড়কে মহাবিপদ! নয়ডা এক্সপ্রেসওয়েতে পরপর ধাক্কা ১২-১৪টি গাড়ির, দেখুন ভিডিয়ো
    এই সময় | ১৩ ডিসেম্বর ২০২৫
  • শনিবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ঘন কুয়াশা ও ধোঁয়াশার চাদরে ঢাকা দিল্লি রাজধানী এলাকা। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে অর্থাৎ, কুন্ডলি-গাজ়িয়াবাদ-পালওয়াল এক্সপ্রেসওয়েতে দৃশ্যমানতা নেমে এসেছিল শূন্যে। যার জেরে একে অন্যের সঙ্গে ধাক্কা খেল ১২ থেকে ১৪টি গাড়ি-ট্রাক। এই সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় একাধিক গাড়ি, আহত হয়েছেন বহু যাত্রী।

    পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে এক্সপ্রেসওয়েতে লম্বা যানজট তৈরি হয়। ঘটনাস্থলের ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সাদা গাড়ি ডিভাইডারের উপরে উঠে গিয়েছে এবং অন্য একটি গাড়ি ট্রাকের নীচে আটকে আছে। পুলিশ ও টোল প্লাজার কর্মীরা ক্রেন দিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

    এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে রাজধানী এলাকার ভয়াবহ দূষণ ও কুয়াশাকে দায়ী করা হচ্ছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, এ দিন সকালেও নয়ডার বাতাসের গুণমান সূচক বা AQI ছিল ৪৪৯। এটা ‘সিভিয়ার’ অর্থাৎ, ‘গুরুতর’ ক্যাটেগরিতে পড়ে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গৌতম বুদ্ধ নগরের ট্রাফিক পুলিশ অবিলম্বে নতুন নির্দেশিকা জারি করে। যমুনা এবং নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে হালকা যানবাহনগুলির জন্য সর্বোচ্চ গতি ৭৫ কিমি/ঘণ্টা এবং ভারী যানবাহনগুলির জন্য ৫০-৬০ কিমি/ঘণ্টায় বেঁধে দেওয়া হয়েছে। চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)