• শতদ্রুর রিষড়ার বাড়ির সামনে আঁটসাঁট নিরাপত্তা, মোতায়েন পুলিশ
    এই সময় | ১৩ ডিসেম্বর ২০২৫
  • সুজয় মুখোপাধ্যায়

    লিওনেল মেসিকে ভারতে আনার উদ্যোক্তা তিনিই। শনিবার যুবভারতীতে ধুন্ধুমারের পরে গ্রেপ্তার হয়েছেন শতদ্রু দত্ত নামে সেই আয়োজক। কলকাতা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। আর এর পরেই শতদ্রুর হুগলির রিষড়ার বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা। বসল পুলিশ পিকেট। রিষড়া থানায় বাড়তি ফোর্স।

    কলকাতায় মেসিকে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত রিষড়ার বাসিন্দা। রিষড়া বাঙুর পার্ক এলাকায় বাড়ি তাঁর। শনিবার দুপুরের পর থেকেই সেই বাড়ির সামনের ছবিটা বদলে গিয়েছে। এর আগেও বহু ইভেন্ট করেছেন শতদ্রু। এ বার যা ঘটল, তা সাংঘাতিক!

    শ্রীরামপুর হোলি হোম স্কুলে পড়তেন শতদ্রু। ছোট থেকে ক্রিকেট খেলতেন। এক সময়ে প্রাইভেট ফার্মে চাকরি করতেন তিনি। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ করতেন। পরে নিজেই সর্বেসর্বা হয়ে ওঠেন।

    কমবেশি এক দশক ধরে আন্তর্জাতিক স্তরের বহু খেলোয়াড়কে কলকাতায় আনা শুরু করেন। গোটা দেশ যে খেলোয়াড়দের জন্য পাগল, সেই খেলোয়াড়দের গায়ে গা ঘেঁষে ঘোরেন শতদ্রু। ক্রমে তিনিই হয়ে ওঠেন সেলেব্রিটি আয়োজক। বহু তারকা শতদ্রুর রিষড়ার বাড়িতেও এসেছেন। কাফু, মার্টিনেজ, রোনাল্ডিনহোদের মতো তারকা প্লেয়াররা ঘুরে গিয়েছেন এই বাড়িতে।

    মেসিকে আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। মেসির বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন। মেসির বাবার সঙ্গে কথা বলে ‘ডিল ফাইনাল’ করেন বলেও খবর। এর পরেই লিওনেল মেসির ভারত ট্যুর নিশ্চিত হয়। সেই ট্যুরের নাম হয় G.O.A.T. India Tour 2025। G.O.A.T অর্থাৎ Greatest of All Time।

    ১৩ ডিসেম্বর কলকাতা থেকে এই ট্যুরের শুরু। আজই হায়দরাবাদেও অনুষ্ঠান। এর পরে ১৪ ডিসেম্বর, আগামিকাল মুম্বই ও ১৫ তারিখ দিল্লিতে যাওয়ার কথা মেসির। কিন্তু শুরুতেই কাটল তাল। কলকাতাতেই সাংঘাতিক অভিজ্ঞতা।

  • Link to this news (এই সময়)