নিজস্ব প্রতিনিধি, বারাসত ও কলকাতা: সন্দেশখালিতে ভোলানাথ ঘোষকে খুনের ছকে গ্রেফতার করা হল মোসলেম শেখের ছেলে গফফর শেখ ও শাহজাহানের ডান হাত রুহুল কুদ্দুস মোল্লাকে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোলানাথ ঘোষকে খুনের ছকে সামিল ছিল গফফর ও রুহুলও । এই ঘটনায় এখনো পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গফফর শেখের বাবা মোসলেম শেখ সন্দেশখালি- ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদে রয়েছেন। যদিও ঘটনায় এখনও অধরা ৫ অভিযুক্ত। এখনও পর্যন্ত ধৃতরা হল কুতুবউদ্দিন শেখ(বাবার নাম মোজাম্মেল শেখ)। রুহুল কুদ্দুস মোল্লা( বাবার নাম রুহুল আমিন মোল্লা )। গফফার শেখ (বাবার নাম মোসলেম শেখ )বসিরহাট জেলা পুলিশ সূত্রে খবর,গফফার শেখ ফোন করে রুহুল কে বলে ভোলা ঘোষ বাড়ি থেকে বেরিয়েছে। কীভাবে ভোলানাথকে খুনের পরিকল্পনা করা হয়েছিল? তদন্তকারীরা বলছেন, জেল থেকে শাহজাহানের ‘সবুজ সংকেত’ মেলা মাত্রই তৎপর হয়ে ওঠে শাগরেদরা। ঠিক হয়, বসিরহাট আদালতে যাওয়ার পথে ‘খতম’ করা হবে ভোলানাথবাবুকে। টার্গেট ডেট বুধবারের দিন তিনেক আগে গোপন বৈঠকে বসেছিল শাহজাহানের চ্যালা-চামুণ্ডারা। ফের মঙ্গলবার রাতে সরবেড়িয়ার গোপান ডেরায় তা ঝালিয়ে নিতে বৈঠক করেছিল ঘাতক ট্রাকের চালক সন্দেশখালিতে সিবিআই মামলায় অভিযুক্ত আলিম মোল্লা, ঘাতক ট্রাকের বর্তমান মালিক নজরুল মোল্লা, গফফর শেখ ও মোসলেম শেখের মতো ‘কোর টিমের’ আটজন সদস্য। ঠিক হয়, লাউখালির দিক থেকে দুরন্ত গতিতে ট্রাক ছুটিয়ে সোজা ধাক্কা মারা হবে ভোলানাথবাবুর গাড়িতে।