• ভাঙলো বাকেট চেয়ার, পড়ল বোতল! বিরক্ত মেসি মাঠ ছাড়তেই উত্তপ্ত যুবভারতী
    বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা :লায়োনেল মেসিকে দেখতে সকাল থেকেই সাজছিল যুবভারতী। আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে তৈরি ছিল গোটা কলকাতা। তবে নিমেষের মধ্যেই কাটলো তাল। বিরক্ত মেসি মিনিট ১৮ এর মধ্যেই মাঠ ছাড়তেই অগ্নিগর্ভ রূপ নিল যুবভারতী। প্রথমে বোতল ছোড়া, তারপর বাকেট চেয়ার ভাঙা হয় । আর নিমেষের মধ্যেই ফেন্সিং ভেঙে মাঠে প্রবেশ করে প্রায় হাজার মেসি অনুরাগী। ক্ষোভে, রাগে তছনছ হয়ে গেল সাধের যুবভারতী। পুলিশ শুধুই নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ।

     পকেটের হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ এভাবেই মেটালেন তাঁরা। নিঃসন্দেহে এদিনের এই গোটা ঘটনায় মুখ পড়ল বাংলা তথা গোটা ভারতীয় ফুটবল মহলের। মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বেরিয়ে আসেন ফুটবলার রড্রিগো ডি পল এবং লুই সুয়ারেজও।
  • Link to this news (বর্তমান)