যুবভারতীতে বিশৃঙ্খলায় মেসির কাছে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত
বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকদের কাছেও ক্ষমাপ্রার্থী তিনি। একইসঙ্গে গোটা ঘটনার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন । ওই কমিটিতে রয়েছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। আজ, শনিবার এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ' আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে অব্যবস্থা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ দিতে যুবভারতীর দিকে যাচ্ছিলাম। কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেই সঙ্গে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।' তিনি আরও বলেন, 'ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য তদন্ত কমিটি প্রয়োজনীয় পদক্ষেপেরও সুপারিশ করবে।' এদিন লায়োনেল মেসিকে দেখতে সকাল থেকেই সাজছিল যুবভারতী। আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে তৈরি ছিল গোটা কলকাতা। তবে নিমেষের মধ্যেই তাল কাটে। বিরক্ত মেসি মিনিট ১৮ এর মধ্যেই মাঠ ছাড়তেই অগ্নিগর্ভ রূপ নেয় যুবভারতী। প্রথমে বোতল ছোড়া, তারপর বাকেট চেয়ার ভাঙা হয় । ফেন্সিং ভেঙে মাঠে প্রবেশ করে প্রায় হাজার মেসি অনুরাগী। ক্ষোভে, রাগে তছনছ হয়ে গেল সাধের যুবভারতী। পুলিশ শুধুই নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ এভাবেই মেটালেন তাঁরা। ১১.৫২ মিনিটে মেসিকে বার করে নিয়ে যাওয়া হয়।