• এয়ারপোর্ট থেকে এ বার এক মেট্রোয় শহিদ ক্ষুদিরাম, জেনে নিন কবে থেকে শুরু পরিষেবা
    এই সময় | ১৩ ডিসেম্বর ২০২৫
  • এ বার এক মেট্রোয় যাওয়া যাবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম। নোয়াপাড়া হয়ে এই মেট্রো ছুটবে। শনিবার মেট্রো যাত্রীদের জন্য সুখবর শোনালেন কর্তৃপক্ষ। ১৫ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু হতে চলেছে বলে ঘোষণা করা হয়েছে।

    সকাল ও সন্ধেয় বিমানবন্দর রুটের যাত্রীরা এই বিশেষ পরিষেবা পেতে চলেছেন। আপাতত জয় হিন্দ বিমানবন্দর থেকে ক্ষুদিরাম পর্যন্ত দু’টি মেট্রো চলবে। একটি সকাল ৯টা ৩৬ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে যাবে। অন্যটি রাত ৯টায় জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ছাড়বে।

    এই দু’টি মেট্রোয় সরাসরি শহিদ ক্ষুদিরাম অবধি যাওয়া যাবে। অর্থাৎ এয়ারপোর্ট থেকে এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার, শহিদ ক্ষুদিরাম সংলগ্ন এলাকায় যাতায়াত করা যাবে এক মেট্রোয়। নোয়াপাড়ায় মেট্রো বদল করতে হবে না।

    অফিসযাত্রী থেকে পড়ুয়া কিংবা পর্যটক, সকলেই এর সুবিধা পাবেন। বিশেষ করে এখন উৎসবের মরশুম। বহু মানুষ শহরতলি থেকে কলকাতায় আসেন। তাঁরাও এই বিশেষ পরিষেবায় উপকৃত হবেন।

  • Link to this news (এই সময়)