• শিশুকে বাড়িতে রেখে ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন মা, সকলের অলক্ষ্যে ঘটল মর্মান্তিক পরিণতি!
    এই সময় | ১৪ ডিসেম্বর ২০২৫
  • খেলার ছলেই যে শিশুটির এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা হয়তো কেউ ভাবতেও পারেননি। গোপলনগর থানার চারাবাগী আদিবাসী পাড়ায় জলে ডুবে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। মৃত শিশুর নাম সঞ্জু সর্দার। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন শিশুটির মা দিদার কাছে সঞ্জুকে রেখে ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন। সেই সময় এলাকায় আরও দু’তিনজন শিশুর সঙ্গে খেলতে বেরোয় দেড় বছরের সঞ্জু। পরিবারের দাবি, শিশুটি এখনও ঠিকভাবে হাঁটা চলা শেখেনি। জলাশয়ের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পড়ে যায় সঞ্জু। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে স্থানীয়দের খবর দেয়। কিন্তু ততক্ষণে জলের তলায় তলিয়ে গিয়েছে শিশুটি। তড়িঘড়ি শুরু হয় খোঁজাখুঁজি। পরে জল থেকে উদ্ধার করা হয় সঞ্জুর নিথর দেহ।

    ব্যাঙ্ক থেকে ফিরে এসে সন্তানের এমন পরিণতি দেখে ভেঙে পড়েন মা। মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ে তাঁর মাথায়। শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি। একমাত্র সন্তানের অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের আবহ। ঘটনার খবর পেয়ে গোপলনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি জলে ডুবে মৃত্যু বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। দেড় বছরের শিশুর এভাবে করুণ মৃত্যুতে গোটা চারাবাগী আদিবাসী পাড়ায় শোকের ছায়া।

  • Link to this news (এই সময়)