• তালিকা বাতিল, সিনিয়র স্বীকৃতি না–পেয়ে ক্ষোভ আইনজীবীদের
    এই সময় | ১৪ ডিসেম্বর ২০২৫
  • এই সময়: এক যাত্রায় পৃথক ফলের অভিযোগ তুলে হাইকোর্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কার্যত বিদ্রোহের পথে আইনজীবীদের একাংশ। নেপথ্যে সিনিয়র আইনজীবীর স্বীকৃতি না পাওয়া। গত বছর নভেম্বরে হাইকোর্টের ফুল বেঞ্চ বৈঠক করে এক সঙ্গে ৮১ জন আইনজীবীকে সিনিয়রের স্বীকৃতি দেয়। তালিকায় নাম ছিল আরও ৪৮ জনের। গত বৃহস্পতিবার ফের ফুল বেঞ্চ ওই তালিকা নিয়ে বৈঠকে বসে। সূত্রের খবর, ৪৮ জনের গোটা প্যানেলই আপাতত বাতিল করে দেওয়া হয়েছে। সেই সূত্রেই ওই তালিকায় নাম থাকা আইনজীবীরা গণস্বাক্ষর করে নিজেদের প্রতিবাদপত্র পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের কাছে।

    তাঁদের প্রশ্ন, একই তালিকায় নাম থাকা ৮১ জনকে গত বছর নভেম্বরে ফুল বেঞ্চ স্বীকৃতি দিয়েছিল। বাকিদের হাইকোর্টের ফুল বেঞ্চই এক বছর পরে অযোগ্য বলে কী করে বাতিল করে দিল? সিনিয়র হিসেবে স্বীকৃতির জন্যে দক্ষতা–সহ বেশ কিছু ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা প্রমাণের শর্ত দেওয়া হয়েছিল। আইনজীবীদের ক্ষোভ, গত বার এমন অনেক আইনজীবীকে সিনিয়রের স্বীকৃতি দেওয়া হয়েছে যাঁদের অনেকেই শর্ত অনুযায়ী যোগ্যতামান পেরোতে পারেননি। অথচ এ বার সেই তালিকার বাকিদের ব্যাপারে কোনও বিবেচনা না করেই গোটা প্যানেল বাতিল করা হয়েছে। আগামী দিনে এ নিয়ে মামলার পথে হাঁটার ব্যাপারে আলোচনা করছেন তাঁরা।

    যদিও হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীদের একাংশের বক্তব্য, দীর্ঘ বেশ কয়েক বছর পরে গত বছর কলকাতা হাইকোর্ট সিনিয়র স্বীকৃতি দেয় ৮১ জন আইনজীবীকে। সংখ্যার বিচারে তা অতীতের তুলনায় বেশিই। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। শীর্ষ আদালত বিষয়টি নিয়ে খুব ইতিবাচক মনোভাব দেখায়নি। তাই এ বার নতুন কাউকে বিবেচনা না করে তালিকা বাতিল করা হয়েছে। আগামী দিনে নতুন করে নাম চাওয়া হবে সুপ্রিম কোর্টে এই ইস্যুতে ইন্দিরা জয় সিংয়ের মামলার রায়ের উল্লেখ করে। যাতে নতুন করে কোনও বিতর্ক তৈরি না–হয়।

  • Link to this news (এই সময়)