• মাওবাদী দমন অভিযানে বাজেয়াপ্ত ৯২ কোটি: কেন্দ্র, ধাক্কা শহুরে নকশালদের মনোবলেও
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দেশজুড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ৯২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্র। শনিবারএক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিভিন্ন বাহিনীর সম্মিলিত অভিযানে এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এর ফলে নিষিদ্ধ সংগঠনের অর্থের জোগান ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধারাবাহিক অভিযানে ‘শহুরে নকশাল’দের মনোবলও ব্যাপক ধাক্কা খেয়েছে। ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। গত কয়েকমাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রাণ গিয়েছে একাধিক শীর্ষ মাওবাদী নেতার। অনেকে আত্মসমর্পণও করেছেন। কেন্দ্র জানিয়েছে, সময়সীমার মধ্যে মাওবাদীদের নির্মূল করতে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি আলাদা দল গঠন করা হয়েছে। এনআইএ-র ওই দল সাম্প্রতিক সময়ে ৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এছাড়া বিভিন্ন রাজ্য সরকারি সংস্থা আরও ৪০ কোটি টাকা ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। 

    বিবৃতিতে কেন্দ্রের দাবি, এতগুলি সংস্থার যৌথ অভিযানের ফলে ‘শহুরে নকশাল’দের মনোবল ধসে গিয়েছে। এছাড়া মাওবাদীদের যে নেটওয়ার্ক ছিল, সেটিকেও নিয়ন্ত্রণ করা গিয়েছে। এখন মাত্র তিনটি জেলায় মাওবাদীদের প্রভাব রয়েছে। চলতি বছরেই মোট ৩১৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ৮৬২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৯৭৩ জন আত্মসমর্পণ করেছে। মৃতদের মধ্যে ৬ জন কেন্দ্রীয় কমিটির সদস্য সহ ২৮ জন শীর্ষ মাওবাদী নেতা। মাওবাদী দমনের জন্য গত ৬ বছরে নিরাপত্তা বাহিনীর ৩৬১টি নতুন ক্যাম্প ও রাতে অবতরণ করা 

    যাবে এমন ৬৮টি হেলিপ্যাডও 

    তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)