• আইআরসিটিসির টিকিট কাটতে দৈনিক তৈরি ৫ হাজার ইউজার আইডি
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একটা, দু’টো নয়। সারা দেশে প্রতিদিন প্রায় পাঁচ হাজার নতুন ইউজার আইডি তৈরি হচ্ছে। আর সেইসব আইডি ব্যবহার করে আইআরসিটিসির (ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন) ওয়েবসাইট থেকে ট্রেনের ই-টিকিটও কাটছেন রেল যাত্রীরা। শনিবার নয়াদিল্লির রেলভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল বোর্ডের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেছেন। সেই বৈঠকেই রেলমন্ত্রীকে ওই পরিসংখ্যান জানিয়েছেন রেলের আধিকারিকরা। কিন্তু প্রতিদিন যে হাজার হাজার আইআরসিটিসির ইউজার আইডি তৈরি হচ্ছে, তার সবই কি বৈধ? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একপ্রকার আশ্বস্ত করেই আধিকারিকরা জানিয়েছেন, ইতিপূর্বে এমন ইউজার আইডি আরও বেশি তৈরি হতো। আধিকারিকদের খতিয়ান, আগে প্রতিদিন আইআরসিটিসির প্রায় এক লক্ষ ইউজার আইডিও তৈরি হতো। কড়াকড়ি শুরু হওয়ার পর এই সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। সম্প্রতি রেল জানিয়েছে, তিন কোটিরও বেশি ভুয়ো এবং সন্দেহজনক আইআরসিটিসি ইউজার আইডিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।জানা যাচ্ছে, শনিবার এই সংক্রান্ত বিষয়ে রেলের যে পর্যালোচনা বৈঠক হয়েছে, সেখানে সাফ জানানো হয়েছে, যেকোনও ইউজার আইডির উপরই কড়া নজর রাখা হচ্ছে। কোনওরকম অস্বাভাবিক ‘ট্রানজাকশন’ ওইসব ইউজার আইডি ব্যবহার করে হচ্ছে কি না, তার উপর নজরদারি চালানো হচ্ছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় তিন কোটি তিন লক্ষ ইউজার আইডিকে যেমন নিষ্ক্রিয় করা হয়েছে। তেমনই আরও প্রায় ২ কোটি ৭০ হাজার এমন ইউজার আইডির উপরও কড়া নজর রাখা হয়েছে। এইসব আইডির অধিকাংশই সাময়িকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। যদি মানোত্তীর্ণ না হয়, তাহলে এর সবই স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অর্থাৎ, সেক্ষেত্রে সারা দেশে নিষ্ক্রিয় হয়ে থাকা আইআরসিটিসি ইউজার আইডির সংখ্যা দাঁড়াবে প্রায় ছ’কোটিতে। এদিনের পর্যালোচনা বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বোর্ডের আধিকারিকদের স্পষ্ট জানিয়েছেন, বন্দে ভারত সহ বিভিন্ন দূরপাল্লার মেল-এক্সপ্রেস ট্রেনের খাবারে স্থানীয় মেনুর উপর জোর দিতে হবে। এর ফলে ট্রেনে উঠে ঘরোয়া পরিবেশ পাবেন রেল যাত্রীরা।
  • Link to this news (বর্তমান)