• দিল্লির দূষণ: মোদি সরকারকে তুলোধোনা সংসদীয় কমিটির
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: দিল্লি, এনসিআরের দূষণ পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে তুলোধোনা করল বিজেপি নেতৃত্বাধীন পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদে দিল্লি, এনসিআরের দূষণ ইস্যুতে রিপোর্ট পেশ করেছে বিজেপি এমপি ভুবনেশ্বর কলিতার নেতৃত্বাধীন সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। সেই রিপোর্টে স্পষ্টই বলা হয়েছে, দিল্লিতে এখনও সাতটি ম্যানুয়াল এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন রয়েছে। এহেন ম্যানুয়াল ব্যবস্থা থেকে শহরের প্রকৃত দূষণ পরিস্থিতির হদিশ পাওয়া সম্ভবই নয়। তাই অবিলম্বে এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেমের অত্যাধুনিক ব্যবস্থায় আপগ্রেড করানো প্রয়োজন। রিপোর্টে জানানো হয়েছে, দিল্লিতে ৪০টি অত্যাধুনিক মনিটরিং স্টেশন রয়েছে। অর্থাৎ, এগুলি রিয়েল টাইম ‘কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন’ (সিএএকিউএমএস)। কিন্তু এরই পাশাপাশি সাতটি ম্যানুয়াল স্টেশনও রয়েছে। কমিটির সুপারিশ, অবিলম্বে এই সাতটি ম্যানুয়াল স্টেশনকে সিএএকিউএমএস ব্যবস্থায় আপগ্রেড করানো প্রয়োজন। 

    সংসদীয় স্থায়ী কমিটি আরও জানিয়েছে, ‘ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস’ (এনএএকিউএস) ২০০৯ সালের পর থেকে আর সংশোধনই করা হয়নি। পরিবেশমন্ত্রক শুধুমাত্র কমিটিকে জানিয়েছে, এই প্রক্রিয়া চলছে। কিন্তু যত দ্রুত সম্ভব, এই সংশোধন করা প্রয়োজন। নাহলে তা প্রভাব পড়বে দূষণ পরিস্থিতির উপর। এই বিষয়কেও অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এয়ার পিউরিফায়ার নিয়েও সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। কমিটি জানিয়েছে, শিশু এবং বয়স্কদের উপর দূষণের প্রভাব সবথেকে বেশি। এই পরিস্থিতিতে সমস্ত পাবলিক স্কুলে এয়ার পিউরিফায়ার বসানোর মতো পদক্ষেপ করুক কেন্দ্র। বিশেষ করে প্রাথমিক শাখার সামনে তা করা হোক। একইসঙ্গে পাবলিক হাসপাতালগুলিতেও এয়ার পিউরিফায়ার বসানো হোক। প্রয়োজনে সরকারি এবং বেসরকারি কার্যালয়গুলিতেও তা করা হোক। কমিটি জানিয়েছে, প্রবল দূষণের সময়ও রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্র্যাফিক পুলিসকে। ডেলিভারি সংস্থার কর্মীদেরও একইভাবে পথে পথেই ঘুরতে হয়। তাঁদের নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষার বন্দোবস্ত করুক সরকার। শনিবারই দিল্লি, এনসিআরের একাধিক এলাকায় বাতাসে দূষণ পরিমাপক এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মান ৪০০ পেরিয়ে গিয়েছে। 

    এই সংক্রান্ত বিধিনিষেধও শনিবার জারি করা হয়েছে পরিবেশ 

    মন্ত্রকের পক্ষ থেকে।  এদিকে,  

    দিল্লির দূষণ সিভিয়র থেকে সিভিয়র প্লাস হয়ে গিয়েছে। রাতে একিউআই প্রায় ৫০০। 
  • Link to this news (বর্তমান)