• চরম আর্থিক সংকটের জেরে অবসাদ, দিল্লিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মা ও ২ ছেলে
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: বন্ধ ঘর থেকে মা ও তাঁর দুই সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার। শুক্রবার একই পরিবারের তিনজনের মৃত্যুতে দক্ষিণ-পূর্ব দিল্লির কালকাজিতে চাঞ্চল্য ছড়াল। মৃতদের নাম অনুরাধা কাপুর (৫২), আশিস কাপুর (৩২) ও চৈতন্য কাপুর (২৭)। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে, আর্থিক সংকটের জেরে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন তাঁরা। অনুরাধা ও তাঁর দুই সন্তান একটি বাড়িতে ভাড়া থাকতেন। জানা গিয়েছে, বিগত কয়েকমাস ভাড়াও দিতে পারেননি তাঁরা।  ফলে বাড়ির মালিকের সঙ্গে তাঁদের ঝামেলা শুরু হয়। বাড়ি ছাড়া নিয়ে শেষমেশ আদালতের নির্দেশপত্রও এসেছিল। আর এর জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

    এদিন দুপুর ২টো ৪৭ মিনিট নাগাদ বাড়ি দখলের নির্দেশপত্র নিয়ে মহিলার বাড়িতে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ ডাকাডাকি ও বারবার দরজায় ধাক্কা দেওয়ার পরও কেউ সাড়া দেয়নি। অবশেষে ডুপ্লিকেট চাবি জোগাড় করে দরজা খোলা হয়। ভিতরে ঢুকতেই দেখা যায়, ঘরের সিলিং থেকে ঝুলছেন তিন জন। দ্রুত মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। 

    প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে অনুরাধার স্বামীর মৃত্যু হয়। ভাড়াবাড়িতে দুই ছেলেকে নিয়ে থাকতেন তিনি। দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন। এর জেরে কয়েক মাসের বাড়ি ভাড়া দিতে পারেননি। অগত্যা ভাড়াটে উচ্ছেদ করতে আদালতের দ্বারস্থ হন ওই বাড়ির মালিক। এর জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁরা। শুক্রবার বাড়ি খালি করার নির্দেশপত্র নিয়ে হাজির হয়েছিলেন মালিক। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)