• গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়: অধ্যাপকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রীর
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: অধ্যাপকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের করার অভিযোগ করলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। উপাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উপাচার্য। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক।

    শুক্রবার ইংলিশবাজার শহরের বাসিন্দা ওই ছাত্রী অভিযোগপত্র নিয়ে দেখা করেন উপাচার্যের সঙ্গে। সেই সময় কান্নাকাটির পর অসুস্থ বোধ করছিলেন তিনি। পরিস্থিতি এমন হয় যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসক ডাকতে বাধ্য হয়। পরে পুলিশও আসে।

    উপাচার্য আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন, একটা অভিযোগ হয়েছে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কমিটি পদক্ষেপ করবে। 

    অভিযোগকারী ছাত্রী বলেন, ওই অধ্যাপক শেষ দু’বছর ক্লাসে আমাকে মানসিক নির্যাতন করতেন। এখন বাইরের লোক দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ওই অধ্যাপক অন্যান্য ছাত্রছাত্রীদের আমাকে নোট দিতে বারণ করেছিলেন। আমাকে কেউ নোট দিত না।

    কিন্তু কেন তাঁকে ওই অধ্যাপক হয়রান করেছেন? অভিযোগকারীর দাবি, আমি তৃণমূল ছাত্র পরিষদ করি। সেজন্য আমাকে গোটা ক্লাসের ছাত্রছাত্রীদের সামনে নেত্রী বলেও সম্বোধন করা হয়েছে। 

    ওই ছাত্রীর আরও অভিযোগ, তিনি টিএমসিপির বিশ্ববিদ্যালয় ইউনিটের সহ সভাপতি ছিলেন। যে অধ্যাপকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ, তিনি  বিজেপি করেন এবং যথেষ্ট প্রভাবশালী। 

    এদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই অধ্যাপক। তিনি বলেন, যে ছাত্রী আমার নামে অভিযোগ করেছে, সে ১৫ জুলাই পাশ করে বেরিয়ে গিয়েছে। একজন পাস আউট ছাত্রী এখন আমার নামে অভিযোগ করছে, বিষয়টি আমার কাছে খুব রহস্যজনক। আমি তাকে একটি রাজনৈতিক দল করা থেকে বিরত করেছিলাম, সেটা মিথ্যা কথা। 

    ছাত্রীর বিরুদ্ধে অধ্যাপকের পালটা অভিযোগ, বিভাগীয় প্রধান হিসেবে শৃঙ্খলারক্ষার দায় আমার। সেই দায়বদ্ধতা রক্ষা করতে গিয়ে একদিন ওই ছাত্রীটিকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। সেজন্য ছাত্রীটিকে খুব বকেছিলাম। সেই কারণে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)