• সংবর্ধনা সভা থেকে মিম-বিজেপিকে আক্রমণ রহিমের, সতর্ক থাকার বার্তা
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • উজির আলি, চাঁচল: সাম্প্রদায়িক সম্প্রীতিই শেষ কথা। তাই কখনও পুরোহিত, আদিবাসী সম্প্রদায়ের মাঝি ও মোড়লদের সংবর্ধনা দেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। এবার ইমাম ও মোয়াজ্জেমদের সংবর্ধনা দেওয়া হল তাঁর উদ্যোগে।

    শনিবার মালতীপুর বিধানসভার জালালপুরে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রায় চার হাজার ইমাম ও মোয়াজ্জেমকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি নজরুল ইসলাম, মালদহ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই ও শিউলি পারভিন, চাঁচল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও সহসভাপতি আবুল কালাম আজাদরা। এছাড়াও ছিলেন ব্লক আদিবাসী তৃণমূল সেলের সভাপতি ভাইয়ো মুর্মু, ব্লক যুব সভাপতি জয়দেব ঘোষ ও চাঁচল ২ তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আফসার আলিরা। 

    এদিন অনুষ্ঠান থেকে বিজেপি ও মিমকে আক্রমণ করেন রহিম। বলেন, বিভেদ তৈরি করে ফায়দা তুলতে চায় বিজেপি। ভোট এলেই এরা মুসলিমদের মন জয় করতে মহল্লায় ছুটে আসে। মিম সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে। এদের থেকে সাবধান থাকতে হবে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দালালি করে সম্প্রীতি নষ্ট করছে। ভোট মিটলেই পাখির মতো উড়ে যাবে।

    মিমের উত্তরবঙ্গ জোনের সভাপতি মতিউর রহমান বলেন, মুসলিমদের ভুল বুঝিয়ে কারা ভাঁওতাবাজি করছে, সবাই জানে। মানুষ এখন সব বুঝে গিয়েছে। বিজেপির উত্তর মালদহের সাধারণ সম্পাদক অভিষেক সিঙ্ঘানিয়ার মন্তব্য, তৃণমূল সংখ্যালঘু ভোট পেয়েই ক্ষমতায় রয়েছে। কিন্তু তাদের উন্নয়ন করেনি। কয়েক মাস পর তৃণমূলের আর অস্তিত্ব থাকবে না।
  • Link to this news (বর্তমান)