• পূর্বস্থলীর পাটুলিতে চলছেই ভাগীরথীর সাদা বালি পাচার, ট্রাক্টর আটকে বিক্ষোভ স্থানীয়দের, শোরগোল
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া : পূর্বস্থলীর পাটুলিতে ভাগীরথী লাগোয়া চরের জমি কেটে উজার করে দিচ্ছে মাফিয়ারা। চরের জমি কেটে লুট হচ্ছে সাদা বালি। আর তা ট্রাক্টরে চাপিয়ে পাচার হয়ে যাচ্ছে। দিনের পর দিন পাটুলির রাস্তায় বালি ভর্তি ট্রাক্টর চলছে। এতে রাস্তারও ক্ষতি হচ্ছে। কিন্তু প্রশাসন নিশ্চুপ। তাই শনিবার দুপুরে পাটুলিতে বালি ভর্তি ট্রাক্টর আটকে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরোধ চলে। শেষে পূর্বস্থলী থানার পুলিশ এসে বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তোলে। পাশাপাশি বালি ভর্তি ট্রাক্টরগুলি আটক করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 

    পাটুলি পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত দাস বলেন, প্রতিনিয়ত পাটুলি এলাকায় ভাগীরথীর পাড় লাগোয়া চরের জমি কেটে সাদা বালি তোলা হচ্ছে। এনিয়েই এদিন স্থানীয় বাসিন্দারা বালির ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান। আমরা বিএলআরওকে জানিয়েছি। ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। 

    পূর্বস্থলী-২ ব্লকের পাটুলি ভাঙন প্রবণ এলাকা। অথচ ভাগীরথীর পাড় লাগোয়া চরের জমি কেটে দিনের পর দিন লুট হচ্ছে সাদা বালি। আর তা বিভিন্ন ইঁট ভাটাতে সাপ্লাই করা হচ্ছে। জমি কেটে বড়, বড় গর্ত তৈরি করে দিয়েছে বালি মাফিয়ারা। এতে নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, যেভাবে মাটি কাটা হয়েছে, তাতে ভবিষ্যতে এলাকার অস্তিত্বই হারিয়ে যাবে। স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশ-প্রশাসনকে বার বার জানিয়েও লাভ হয়নি। রাতে জমি কেটে বালি তুলছে মাফিয়ারা। আর তা দিনের বেলায় পাচার হচ্ছে। সম্পূর্ণ বেআইনিভাবে এমন কাজ চলছে। অথচ প্রশাসনের মুখে কুলুপ। এদিন সাদা বালি ভর্তি বেশ কয়েকটি ট্রাক্টর আটকে রেখে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। 

    বাসিন্দাদের দাবি, প্রতিদিন এই এলাকা দিয়ে ১৩০ টি ট্রাক্টর সাদা বালি লুট হয়ে যাচ্ছে। দু› দিন আগে এভাবে মাটি  পাচারের সময় ট্রাক্টরের ডালায় লেগে মারাত্মক দূর্ঘটনা ঘটে। এক যুবক জখম হয়ে মৃত্যুর সঙ্গে বর্ধমানে লড়ছেন।  
  • Link to this news (বর্তমান)