হঠাৎ ঘরের ভিতরে জ্বলে উঠছে আগুন উপরডি গ্রামে আতঙ্কিত মণ্ডল পরিবার
বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, রঘুনাথপুর: এ যেন কোনও হাড়হিম করা ভূতের সিনেমার দৃশ্য। বাড়ির ভিতরে হঠাৎ হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। কখনও নীচ তলার দেওয়ালে, কখনও উপর তলায় সাজিয়ে রাখা পুতুলে, আবার কখনও ধানের পালুই থেকে অ্যাসবেসটসের ছাউনিতে আগুন ধরে যাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাড়ির মধ্যে এমন ঘটনায় রঘুনাথপুর-২ নম্বর ব্লকের উপরডি গ্রামের মণ্ডল পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। গ্রামের অন্য বাসিন্দারাও এই দৃশ্য দেখে চমকে উঠেছেন। তাই ঘটনার পিছনে আসল কী কারণ থাকতে পারে, তা তদন্ত করে দেখার জন্য দাবি জানিয়েছে ওই পরিবার ও স্থানীয় বাসিন্দারা। রঘুনাথপুর-২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা বাড়িটি পরিদর্শন করেছেন। বিজ্ঞান মঞ্চকেও বিষয়টি জানানো হয়েছে।
রঘুনাথপুর- ২ নম্বর ব্লকের বিএমওএইচ সৌমিক বাউরি বলেন, হঠাৎ বাড়ির যে কোনও জায়গায় আগুন লেগে যাচ্ছে, এমন ঘটনা আগে শুনিনি। তবে, গ্রামের মানুষের মুখে এই ঘটনাটি শুনে হতবাক হয়েছি। হয়তো কোনও প্রাকৃতিক গ্যাস বা অন্য কোনও কারণে ঘটনাটি ঘটতে পারে। অবশ্যই তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপরডি গ্রামে পরেশ মণ্ডল পরিবার নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। তাঁর বাড়ি দোতলা। পরিবারের দাবি, বাড়ির যে কোনও জায়গায় দেওয়ালে টাঙানো পুতুল থেকে ক্যালেন্ডার, ভিজে গামছা, শীতবস্ত্রে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। বাদ নেই বাড়ির সামনে ধানের পালুই থেকে অ্যাসবেসটসের ছাউনিও। পরেশবাবু বলেন, বাড়িতে কোথাও কোনও শর্ট সার্কিট হয়নি। কোনও দাহ্য পদার্থ নেই। তারপরেও হঠাৎ বাড়ির যে কোনও জায়গায় আগুন জ্বলে উঠছে। আমরা পরিবার নিয়ে খুবই আতঙ্কে রয়েছি। কখনও কী হয় বুঝতে পারছি না। স্থানীয় এক বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডল বলেন, এমন ঘটনা কখনও দেখিনি। বাড়ির মধ্যে নিজে থেকেই আগুন জ্বলে উঠছে। সবাই অবাক হয়ে গিয়েছি। কাশীপুরের একটি স্কুলের বিজ্ঞানের শিক্ষক বিশাল হেমব্রম বলেন, অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকলে এমনটা হয়ে থাকে। আমার মনে হয়, এক্ষেত্রেও তেমনটা হয়েছে।