শর্ত শিথিল করে আরও ২ হাজার ৩৩৮টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি খোলার প্রস্তাব
বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্ট ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে। পাশাপাশি, ১৩ হাজার ৪২১টি পদে নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই আবহে আরও ২,৩৩৮টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষাদপ্তর। এই স্কুলগুলির তালিকা ইতিমধ্যে শিক্ষাদপ্তরে গিয়েছে অনুমোদনের জন্য। চূড়ান্ত ছাড়পত্র পেলেই স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি খোলা হবে।
‘শিক্ষার অধিকার আইন’ অনুযায়ী পঞ্চম শ্রেণি প্রাথমিক স্তরেই থাকতে হবে। তবে এ রাজ্যের স্কুল ব্যবস্থায় পঞ্চম শ্রেণি ছিল মাধ্যমিক স্কুলে। পরবর্তীতে উচ্চ প্রাথমিক আলাদা হলে সেখানেই থেকে যায় পঞ্চম শ্রেণি। তবে ২০১৯ সাল থেকে পঞ্চম শ্রেণি ধাপে ধাপে প্রাথমিক স্কুলে আনার প্রক্রিয়া শুরু হয়। প্রাথমিকে পঞ্চম শ্রেণি ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দ্রুততা আনার দাবিতে ডিএলএড এবং টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থী বিদেশ গাজি ২০২৩ সালে একটি মামলা করেন। আদালত নির্দেশ দেয়, ২০২৯ সালের মধ্যে রাজ্যের মোট ৫০ হাজারের কিছু বেশি প্রাথমিক স্কুলের সবক’টিতেই পঞ্চম শ্রেণি চালু করতে হবে। সেই পথেই হাঁটছে দপ্তর। বিকাশ ভবন সূত্রে খবর, প্রথমে শর্ত দেওয়া হয়েছিল, অম্তত ছ’টি ক্লাসরুম থাকলে সেই প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালু করা যাবে। সম্প্রতি সেই শর্ত শিথিল করে ন্যূনতম পাঁচটি ক্লাসরুম থাকলেই পঞ্চম শ্রেণি খোলার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাদপ্তরের তথ্য বলছে, ২০১৯ সালে এই উদ্যোগ শুরুর পরে ২০২০ সালে মোট ১৭ হাজার ৯৯৬টি স্কুলে পঞ্চম শ্রেণি খোলা হয়। ২০২৫ সালেও ২,৩৩৫টি স্কুলে পঞ্চম শ্রেণি খোলা হয়েছিল। এ বছর আরও ২,৩৩৮টি স্কুলে পঞ্চম শ্রেণি খোলার জন্য প্রস্তাব গিয়েছে। তবে এতে সন্তুষ্ট নন মামলাকারী বিদেশ গাজি। তিনি বলেন, ‘আমাদের মামলার উদ্দেশ্য ছিল প্রাথমিকে শিক্ষক পদ বৃদ্ধি। হাইস্কুলে এখনও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভর্তি নেওয়া হচ্ছে। এটা বন্ধ না হলে কোনও লাভ নেই। সরকার চাইলে আরও দ্রুত সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি খুলতে পারে।’ তাঁর বক্তব্য, এত বছর বাদে প্রাথমিকে নিয়োগ হচ্ছে। অথচ শূন্যপদ মাত্র ১৩ হাজার ৪২১টি। সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি খোলা হয়ে গেলে সংখ্যাটা আরও বাড়ত। শূন্যপদ বৃদ্ধির দাবিতে মঙ্গলবার টেট এবং ডিএলএড উত্তীর্ণরা শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলও করতে চলেছেন।