সোমবার থেকে এয়ারপোর্ট-শহিদ ক্ষুদিরাম সরাসরি স্পেশাল মেট্রো
বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম বিমানবন্দর সংযোগকারী শহরের প্রথম মেট্রো রুট আরও বেশি যাত্রীবান্ধব হতে চলেছে। এবার সরাসরি বিমানবন্দর থেকে ভায়া নোয়াপাড়া শহিদ ক্ষুদিরাম পৌঁছনো যাবে। যাত্রীদের পোহাতে হবে না লাইন বদলের বাড়তি ঝক্কি। আগামী কাল, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে দিনে দু’টি বিশেষ পরিষেবা চলবে।
চলতি বছরের ২২ আগস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট (জয়হিন্দ) মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সূচনা করেছিলেন। চার দশক আগে দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়। ৪১ বছর পর সিটি অব জয়ের মেট্রো পথের সঙ্গে যুক্ত হয়েছে উড়ান পরিবহণের ঘাঁটি। চালু ব্যবস্থায় যাত্রীরা বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে উঠে নোয়াপাড়ায় নামতেন। সেখান থেকে লাইন বদল করে ফের ব্লু লাইনের মেট্রো ধরতেন।
আগামী কাল, সোমবার থেকে সকালে ন’টা ৩৬ মিনিট ও রাতে ন’টায় জোড়া মেট্রো পরিষেবা এয়ারপোর্ট থেকে স্পেশাল রেক সরাসরি শহিদ ক্ষুদিরাম যাবে। রেলের তরফে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হচ্ছে। যাত্রীদের থেকে কেমন সাড়া মেলে তা বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সপ্তাহের কাজের দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার এয়ারপোর্ট থেকে এই স্পেশাল মেট্রো সার্ভিস পাওয়া যাবে। এক্ষেত্রে কেবল নর্থ-সাউথ মেট্রো করিডরে পৌঁছনো যেমন আরও মসৃণ হবে, পাশাপাশি ইস্ট-ওয়েস্ট রুটের যাত্রীরাও উপকৃত হবেন। বিমানবন্দর থেকে উঠে সরাসরি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে গ্রিন লাইনের যে কোনও গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে। সবমিলিয়ে বর্ষশেষে শহরের মেট্রো যাত্রীরা বিশেষ উপহার পেলেন।