• পর্ণশ্রী ও কসবায় বেআইনি কল সেন্টারের বিরুদ্ধে অভিযান, ধৃত ৮
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারের সাইবার থানার গোয়েন্দারা শুক্রবার রাতভর কলকাতায় বেআইনি কল সেন্টারের বিরুদ্ধে জোড়া অভিযান চালান। এতে মোট আটজনকে গ্রেফতার করেছেন তাঁরা। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ধৃতরা অ্যান্টি ভাইরাস বিক্রির টোপ দিয়ে মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা করছিল। নামী সংস্থার নাম ভাড়িয়ে জলের দরে অ্যান্টি ভাইরাস বিক্রির প্রলোভন দেখাচ্ছিল তারা।

    প্রাথমিক তদন্তের পর লালবাজার জানিয়েছে, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা পর্ণশ্রী থানার ব্রহ্মসমাজ রোডের একটি বাড়ির নীচতলায় হানা দিয়ে মোট সাতজনকে হাতনাতে গ্রেফতার করেন। ধৃতরা হল,  পি বালা কৃষ্ণ রেড্ডি, সাদাব আলি, লোবসাং ডোরজি, শুভম যোশী,  স্বরূপ মাইতি, নরিমান যোশী এবং সুব্রত পাত্র। ধৃতদের কাছ থেকে লালবাজার ৬টি মোবাইল, ৫টি ল্যাপটপ, ২টি ওয়াই ফাই, ৪টি হেডফোন বাজেয়াপ্ত করেছে। ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে বিচারক ধৃত সাতজনকে ২২ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

    অন্যদিকে, সাইবার থানার গোয়েন্দাদের অপর একটি দল শুক্রবার গভীর রাতে কসবা থানার নস্করহাট ব্যানার্জি রোডে হানা দেয়। সেখানে বেআইনি কলসেন্টার চালানোর অভিযোগে এম সঞ্জয় ওরফে জনসনকে গ্রেফতার করেছেন তাঁরা।  গোয়েন্দাদের দাবি, মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃতের কাছ থেকে দুটি মোবাইল, রাউটার, একটি ল্যাপটপ, নথিপত্র, স্ক্রিনশট বাজেয়াপ্ত করেছে লালবাজার। ধৃতকে শনিবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে, বিচারক ১৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)